মুম্বই: দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য উৎসবের মরসুমের আগে বেশ কয়েকটি অফার (Offers) ঘোষণা করেছে। গাড়ি লোনের ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ ছাড় থাকছে। সোমবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়েছে।
YONO অ্যাপের মাধ্যমে গাড়ি লোনের জন্য আবেদন করলে ২৫ বেসিস পয়েন্ট বিশেষ সুদ ছাড় পাবেন। তবে এটা You only need One App মোবাইল ব্যাঙ্কিং। YONO ব্যবহারকারীরা প্রতি বছর ৭.৫ শতাংশ থেকে শুরু করে সুদের হারে গাড়ির লোন পেতে পারেন।
গ্রাহকদের থেকে প্রসেসিং ফি নেওয়া হবে না। ব্যক্তিগত এবং পেনশনের গ্রাহকদের জন্য নানা ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে। কোভিড যোদ্ধাদের জন্য ব্যক্তিগত লোনের ক্ষেত্রে ৫০ বিপিএসের বিশেষ সুদ ছাড় ঘোষণা করা হয়েছে। এই অফার দ্রুতই গাড়ি ও সোনা কেনার লোনের আওতায় আনা হবে।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে খুচরা আমানতকারীদের জন্য ‘প্লাটিনাম টার্ম ডিপোজিট’ অফার চালু হয়েছে। ১৫ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এর মেয়াদ থাকছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক কর্তা জানিয়েছেন, এই অফারগুলি পেয়ে গ্রাহকরা উপকৃত হবেন। আগামী দিনে আরও অনেক অফার দেওয়া হবে। আরও পড়ুন: আচমকা চাকরি হারিয়ে ঘুম উড়েছে? বেকারত্বের বিশেষ বীমায় নিশ্চিত হবে আয়