Share Market: সর্বকালের সেরা উচ্চতায় শেয়ার বাজার, বুল রানের নেপথ্যে কোন কারণ? কী বলছেন বিশেষজ্ঞরা?

Jan 12, 2024 | 7:58 PM

Share Market: এদিন ইনফোসিস, টেক মাহিন্দ্রা, উইপ্রো, টিসিএস, এইচসিএল-র মতো একাধিক তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারে রকেট গতিতে উত্থান দেখতে পাওয়া গিয়েছে। ভাল লাভ দেখা গিয়েছে ব্যাঙ্কিং সংস্থাগুলির শেয়ারের দরেও।

Share Market: সর্বকালের সেরা উচ্চতায় শেয়ার বাজার, বুল রানের নেপথ্যে কোন কারণ? কী বলছেন বিশেষজ্ঞরা?
দালাল স্ট্রিট।
Image Credit source: Facebook

Follow Us

মন্দ কাটেনি তেইশটা। চব্বিশের শুরু থেকেই মোটের উপর ঊর্ধ্বগতি দেখা গিয়েছে শেয়ার বাজারে। এরইমধ্যে শুক্রবার ভেঙে গিয়েছে অতীতের সব রেকর্ড। সর্বকালীন সেরা রেকর্ড তৈরি হয়ে গিয়েছে সেনসেক্স, নিফটিতে। সেনসেক্স এবং নিফটির লাগামহীন বৃদ্ধি বিনিয়োগকারীদের এক দিনেই দিয়েছে মোটা অঙ্কের লাভ। পুরনো সব রেকর্ড ভেঙে এদিন ৭২,৭২০.৯৬ পয়েন্ট ছুঁয়ে ফেলেছে সেনসেক্স। অন্যদিকে হু হু করে বাড়ছে টাকার দাম। ৪ মাসে ব্যবধানে ডলারের তুলনায় রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে টাকার দাম। সোজা কথায়, ভারতীয় অর্থনীতি যে নতুন উদ্যোমে ঘুরে দাঁড়াচ্ছে সেই ছাপ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এদিকে শেয়ারের বুল রানের পিছনে অবশ্য বেশ কয়েকটি কারণের কথা বলছেন বাজার বিশেষজ্ঞরা। 

এদিন ইনফোসিস, টেক মাহিন্দ্রা, উইপ্রো, টিসিএস, এইচসিএল-র মতো একাধিক তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারে রকেট গতিতে উত্থান দেখতে পাওয়া গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ২০২৪ সালের প্রথমার্ধে মার্কিন ফেড এবং আরবিআইয়ের বেশ কিছু নীতি বদলের সদর্থক প্রভাব পড়ছে শেয়ার বাজারে। এখন পর্যন্ত কিছু কোম্পানির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার মধ্যে বেশির ভাগেরই ভাল ফলাফল দেখা গিয়েছে। টাটার কোম্পানি টাইটানের শেয়ারও ভার গতি দেখা গিয়েছে। অন্য প্রায় সব কোম্পানির অবস্থা একই। চলতি মাসে প্রকাশিত অন্যান্য কোম্পানির রিপোর্টে আরও ভাল ফল দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে সামনেই আবার লোকসভা নির্বাচন। দেশে ফের বিজেপি সরকার ক্ষমতায় ফিরতে পারে বলে মনে করছেন অনেকে। এমনই একটা হাওয়া উঠেছে রাজনৈতিক মহলের অন্দরেও। বিনিয়োগকারীদের অনেকেই এখন সেটাই ভাবছেন। এমতাবস্থায় আগামী বছরগুলিতে বাজারে আরও ভালো লাভ হবে বলে আশা করা হচ্ছে। এই আস্থার সঙ্গেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করছেন। গত বছর, FII-এর মাধ্যমে ভারতীয় বাজারে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা এসেছে। 

অন্যদিকে চমকে দিচ্ছে টাকার দাম বৃদ্ধি। এদিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম আরও ০.২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিদেশী বিনিয়োগকারীরা ভারতে আরও বেশি পরিমাণে ডলার বিনিয়োগ করছে। সে কারণেই বিশ্ব বাজারে টাকার দর আরও বাড়ছে।  

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।

Next Article