কলকাতা: ধসের করালগ্রাস থেকে যেন কিছুতেই মুক্তি নেই দালাল স্ট্রিটের। বিগত কয়েকদিন ধরে লাগাতার ধসের ছবি দেখা গিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও। এদিন ৭৯০.৩৪ পয়েন্ট কমে বিএসই সেনসেক্স দাঁড়িয়েছে ৭২,৩০৪.৮৮ পয়েন্টে। শতাংশের হিসাবে এদিন ১.০৮ শতাংশ ধস দেখা গিয়েছে বিএসইতে। অন্যদিকে ২৪৭.২০ পয়েন্ট কমে নিফটি-৫০দাঁড়িয়েছে ২১,৯৫১.১৫ পয়েন্টে। শতাংশের হিসাবে ধসের হার ১.১১ শতাংশ।
অন্যদিকে ধসের ছবি দেখা গিয়েছে নিফটি স্মল ক্যাপ ১০০ এর ক্ষেত্রেও। ধসের হার ১.৮৭ শতাংশ। সেখানে নিফটি মিডক্যাপ ১০০ ইনডেক্সে ধসের হার ১.৯৪ শতাংশ। পয়েন্টের বিচারে হাজারের বেশি। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ৯০ শতাংশের বেশি স্টকের এদিন তাঁদের আগের দামে থেকে বেশ খানিকটা কম দামে ট্রেডিং হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সামনে ভোট, কয়েকদিন আগেই পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট। সে কারণেই খানিকটা দিশাহীন গোটা দালাল স্ট্রিট। কোন স্টক দিতে পারে বুল রান, কোন স্টকই বা ডুবতে পারে তা বুঝে উঠতে গিয়ে পাঁকে পড়ছেন বিনিয়োগকারীরা। তাহলে পরিস্থিতি বদলাতে কতদিন?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা ভোট না মিটলে, পূর্ণাঙ্গ বাজেট না পেশ হলে মার্কেটের এই দোলাচল খুব একটা কাটবে না। তাই এখন শুধুই অপেক্ষা। অন্যদিকে এদিন কেনাকাটার শীর্ষ তালিকায় ভোডাফোন আইডিয়া, এনএইচপিসি, ইয়েস ব্যাঙ্ক, আইআরএফসি-র মতো একাধিক স্টক থাকলেও সব স্টকেরই দাম ১ থেকে ৪ শতাংশ পড়েছে। লার্জ ক্যাপ ফান্ডের তালিকায় বড় ধস দেখা গিয়েছে আদানি এনার্জির ক্ষেত্রে। তবে হ্যাভেলস ইন্ডিয়া আবার প্রায় সাড়ে ৪ শতাংশের লাভ তুলেছে ঘরে। অন্যদিকে স্মল ক্যাপের ক্ষেত্রে আবার Aegis Logistics, তেজস নেটওয়ার্কে ২ থেকে প্রায় ৬ শতাংশ একদিনের লাভ দেখা গিয়েছে।
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।