Share Market: কাটছে মন্দা, হোলির আগেই রঙিন দালাল স্ট্রিট, কয়েক ঘণ্টায় পকেটে ঢুকল ৫ লক্ষ কোটি

Mar 21, 2024 | 6:31 PM

Share Market: বুধবার, সেনসেক্স ৭২,১০১.৬৯ পয়েন্টে বন্ধ হয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার দিনভর কেনাকাটার পর বন্ধ হয় ৭২ হাজার ৬৪১.১৯ পয়েন্টে। একইভাবে বুধবার নিফটিও ২১,৮৩৯.১০ পয়েন্টে বন্ধ হয়। কিন্তু, তা বাইশ হাজারের গণ্ডি ছাড়িয়ে ২২০১১.৯৫ পয়েন্টে বন্ধ হয়।

Share Market: কাটছে মন্দা, হোলির আগেই রঙিন দালাল স্ট্রিট, কয়েক ঘণ্টায় পকেটে ঢুকল ৫ লক্ষ কোটি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: বিগত কয়েকদিন ধরে লাগাতার ধসে মাথায় হাত পড়েছিল বিনিয়োগকারীদের। তবে বৃহস্পতিবার সকাল থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে সেনসেক্স। ঘুরে দাঁড়ায় নিফটিও। তাতেই সঙ্কটের আবহে মুখে হাসি বিনিয়োগকারীদের। তবে কী মন্দা কাটতে চলেছে দালাল স্ট্রিটে? নিশ্চয়তা না মিললেও বাজার বিশেষজ্ঞদের একাংশ বলছেন এদিন বড় লাফের পিছনে রয়েছে আমেরিকার হাত। নেপথ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ আমেরিকা। জুনে কমতে পারে সুদের হার। মিলেছে ইঙ্গিত। তারই প্রভাব পড়েছে বাজারে। রেড জোন থেকে গ্রিন জোনে ঢুকছে ভারতের শেয়ার মার্কেট। এদিন বিএসই সেনসেক্সে ৭০০ পয়েন্টেরও বেশি র‌্যালি দেখা গিয়েছে। এনএসই নিফটিও ১৫০ পয়েন্টের উপরে লাফ দিয়েছে। 

ইউএস ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন যে চলতি বছরেই সুদের হার তিনবার কমানো হতে পারে। তারপরই যেন ভোলবদল বাজারের। গত কয়েকদিন ধরে বাজারে চরম হতাশা থাকলেও বৃহস্পতিবার চমকপ্রদ উত্থান দেখা যায়। মার্কিন ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের পরেই সেনসেক্স ৭৫০ পয়েন্ট বেড়েছে, যেখানে নিফটিও ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বুধবার, সেনসেক্স ৭২,১০১.৬৯ পয়েন্টে বন্ধ হয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার দিনভর কেনাকাটার পর বন্ধ হয় ৭২ হাজার ৬৪১.১৯ পয়েন্টে। একইভাবে বুধবার নিফটিও ২১,৮৩৯.১০ পয়েন্টে বন্ধ হয়। কিন্তু, তা বাইশ হাজারের গণ্ডি ছাড়িয়ে ২২০১১.৯৫ পয়েন্টে বন্ধ হয়। তাতেই লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা। 

এই বৃদ্ধির কারণে, সেনসেক্সে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির বাজার মূলধন ৫.৪১ লক্ষ কোটি টাকা বেড়ে ৩৭৯.৫৩ লক্ষ কোটি টাকা হয়েছে৷ সোজা কথায়, ৫.৪১ লক্ষ কোটি টাকার বেশি সম্পদ বিনিয়োগকারীদের হাতে এসেছে। শুধুমাত্র নিফটি বা সেনসেক্স নয়, নিফটি ব্যাঙ্ক, তেল ও গ্যাসের সূচকগুলিও বেড়েছে।

Next Article