Sudha Murthy: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে বলে তোপের মুখে নারায়ণ, কী বললেন স্ত্রী সুধা মূর্তি
৭০ ঘণ্টা কাজ করার পরামর্শ তিনি যে এই প্রথমবার বলেছেন এমন নয়। মাসখানেক আগে নায়ারণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তি সাক্ষাৎকার দিয়েছিলেন টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাস। নিউজ৯-এর ‘ডুয়োলগ ইউথ বরুণ দাস’ অনুষ্ঠানেও কাজের সময় দীর্ঘায়িত করার পক্ষে সওয়াল করেছিলেন ইনফোসিস কর্তা।
মুম্বই: দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য যুবসমাজকে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার পরামর্শ দিয়েছিলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি। যা নিয়ে গত কয়েক দিন ধরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এই পরামর্শ দিয়ে নেটিজেনদের রোষেও পড়তে হয়েছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তাকে। তবে এই কথা তিনি যে এই প্রথমবার বলেছেন এমন নয়। মাসখানেক আগে নায়ারণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তি সাক্ষাৎকার দিয়েছিলেন টিভি৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাস। নিউজ৯-এর ‘ডুয়োলগ ইউথ বরুণ দাস’ অনুষ্ঠানেও কাজের সময় দীর্ঘায়িত করার পক্ষে সওয়াল করেছিলেন ইনফোসিস কর্তা। কেন তা প্রয়োজন তা নিয়েও খোলাখুলি মন্তব্য করেছিলেন তিনি। এ বার ৭০ ঘণ্টা কাজের ইস্যুতে মুখ খুললেন সুধা মূর্তি।
রবিবার মুম্বইয়ে টাটা লিট ফেস্টে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন সুধা মূর্তি। সেখানে তিনি নারায়ণ মূর্তির কঠোর পরিশ্রমের কথাটি উল্লেখ করেছেন। তিনি জনিয়েছেন, তাঁর স্বামী সত্যিকারের ‘কঠোর পরিশ্রমে’ বিশ্বাসী। ৭০ ঘণ্টা কাজ নিয়ে নারায়ণের কথায় যে বিতর্ক তৈরি হয়েছে সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে সুধা বলেছেন, “উনি সপ্তাহে ৮০-৯০ ঘণ্টা কাজ করেন। এর থেকে কম কিছু হয় বলে তিনি জানেন না। তিনি সত্যিকারের কঠোর পরিশ্রমে বিশ্বাস করেন। এবং সেভাবেই জীবন কাটান তিনি। তিনি যা অনুভব করেছেন, সে কথাই বলেছেন।”
নারায়ণ মূর্তি এবং সুধা মূর্তির বিয়ে হয়েছে প্রায় ৪৫ বছর। এই সময়ে ইনফোসিস কর্তার থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন সুধা। এ বিষয়ে তিনি বলেছেন, “আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে লক্ষ্যে অবিচল থাকতে হয় এবং সে জন্য কাজ করে যেতে হয়, তা আমি শিখেছি। আপনার যদি কোনও কাজে প্যাশন থাকে, তবেই আপনি সেই কাজে সাফল্য পেতে পারেন। তাও আমি শিখেছি। চালাকি বা বোকার মতো পরিশ্রম নয়। স্মার্টভাবে কঠোর পরিশ্রমই আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে।”