AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রাণ যেতে পারত যাত্রীদের, মস্ত বড় ভুল করল এয়ার ইন্ডিয়া, প্রায় কোটি টাকা জরিমানা গুনতে হবে এবার

Air India: জানুয়ারি মাসেই ডিজিসিএ-র একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, এয়ার ইন্ডিয়ার দুইজন ক্রু, যাদের বয়স ৬০ বছর, তারাও উড়ানে ছিলেন।  এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স তার ক্রু সদস্যদের পর্যাপ্ত সাপ্তাহিক বিশ্রাম এবং দীর্ঘ ফ্লাইটের আগে এবং পরে পর্যাপ্ত বিশ্রামের বিবরণ দিতে ব্যর্থ হয়েছে।

প্রাণ যেতে পারত যাত্রীদের, মস্ত বড় ভুল করল এয়ার ইন্ডিয়া, প্রায় কোটি টাকা জরিমানা গুনতে হবে এবার
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Mar 24, 2024 | 7:18 AM
Share

নয়া দিল্লি: দেশের অন্য়তম বড় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। সরকারি এই এয়ারলাইন্সকে আবার কিনে নিয়েছে টাটা গ্রুপ। সরকারের হাত থেকে মালিকানা নেওয়ার পরই এয়ার ইন্ডিয়ায় নানা পরিবর্তন এনেছে। যাত্রী পরিষেবাও ব্যাপক উন্নত হয়েছে। তবে দেশের অন্যতম বৃহত্তম এয়ারলাইন্স একটি বিশাল ভুল করেছে, যার কারণে এখন তাদের প্রায় কোটি টাকা জরিমানা দিতে হচ্ছে। কী সেই ভুল জানেন?

সম্প্রতিই ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়াকে ৮০ লক্ষ টাকা জরিমানা করেছে। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, ফ্লাইং সিকিউরিটি ও ক্রু-দের ক্লান্তি কমানোর জন্য যে নিয়ম রয়েছে, তা লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া। এর জন্য এয়ারলাইন্সকে ৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

জানুয়ারি মাসেই ডিজিসিএ-র একটি সমীক্ষায় দেখা গিয়েছিল, এয়ার ইন্ডিয়ার দুইজন ক্রু, যাদের বয়স ৬০ বছর, তারাও উড়ানে ছিলেন। এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স তার ক্রু সদস্যদের পর্যাপ্ত সাপ্তাহিক বিশ্রাম এবং দীর্ঘ ফ্লাইটের আগে এবং পরে পর্যাপ্ত বিশ্রামের বিবরণ দিতে ব্যর্থ হয়েছে। গত ১ মার্চ ডিজিসিএ এই নিয়ম লঙ্ঘন নিয়ে এয়ার ইন্ডিয়াকে নোটিশ দিয়েছিল। এয়ার ইন্ডিয়া সন্তোষজনক উত্তর দিতে না পারাতেই ৮০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

কী এই নিয়ম?

বিমানের ক্রু-দের বিশ্রাম ও স্বাস্থ্য সম্পর্কিত যে নিয়ম রয়েছে, তা লঙ্ঘন করেছে এয়ার ইন্ডিয়া। ক্রু মেম্বারদের বিশ্রামের সময় সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারছে না এয়ার ইন্ডিয়া। তাদের ডিউটি আওয়ার এমনভাবেই ঠিক করা হচ্ছে যে ক্রু-রা একটি নির্দিষ্ট সময় পাচ্ছে না বিশ্রামের জন্য। এই নিয়ম লঙ্ঘনের জন্যই এয়ার ইন্ডিয়াকে জরিমানা করা হয়েছে।

ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, পাইলটদের সপ্তাহ শেষে ৪৮ ঘণ্টা বিশ্রাম দিতে হবে। আগে এই সময় ছিল ৩৬ ঘণ্টা। রাতের ডিউটিও রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত হবে। পাইলট এবং ক্রু সদস্যদের জন্য ফ্লাইং আওয়ার এখন ১৩ ঘণ্টা থেকে কমিয়ে ১০ ঘণ্টা করা হয়েছে। যদি ক্রু-রা বিশ্রামের সময় না পান, তবে নানা বিপত্তি ঘটতে পারে। বিমান চালাতে চালাতে তিনি ঘুমিয়ে পড়লে, যাত্রীদের প্রাণহানির ঝুঁকিও থাকতে পারে।