Tata Harrier EV: লং ড্রাইভে যাবেন, টাটার এই গাড়ি আপনার জন্য কতটা সঠিক?
Tata Harrier EV: টাটার হ্যারিয়ার ইভি তৈরি হয়েছে টাটার Acti.ev+ প্ল্যাটফর্মে। সাধারণ হ্যারিয়ারে ব্যবহৃত ওমেগা আর্ক প্ল্যাটফর্মের থেকে অনেকটাই উন্নতমানের। এই গাড়ির ২ ধরনের ব্যাটারি অপশন রয়েছে।

কিছুদিন আগেই বাজারে আত্মপ্রকাশ করেছে টাটার হ্যারিয়ার ইভি। কলকাতায় এই গাড়ির অনরোড প্রাইস ২২ লক্ষ ৯৩ হাজার টাকা থেকে ৩২ লক্ষ ২২ হাজার টাকার মধ্যে। কিন্তু টাটার এই গাড়িটি কেমন? এই গাড়িতে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে টাটা?
ইন্টারনাল কমবাশন ইঞ্জিন সহ টাটার হ্যারিয়ার বাজারে এসেছিল অনেক দিন আগেই। কিন্তু সম্প্রতি এই গাড়ির ইলেকত্রিক ভ্যারিয়েন্ট বাজারে নিয়ে এসেছে টাটা। এই গাড়ি তৈরি হয়েছে টাটার Acti.ev+ প্ল্যাটফর্মে। সাধারণ হ্যারিয়ারে ব্যবহৃত ওমেগা আর্ক প্ল্যাটফর্মের থেকে অনেকটাই উন্নতমানের। এই গাড়ির ২ ধরনের ব্যাটারি অপশন রয়েছে। ৬৫ কিলোওয়াট আওয়ার ও ৭৫ কিলোওয়াট আওয়ার। এই গাড়ি বাস্তবে ৪৮০ থেকে ৫০৫ কিলোমিটার রেঞ্জ দেয়।
এই গাড়িতে রয়েছে অল হুইল ড্রাইভ। এ ছাড়াও গাড়ির ভিতরে রয়েছে স্যামসংয়ের একটি কিউএলইডি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এ ছাড়াও এই গাড়িতে রয়েছে ৫৪০ ডিগ্রি সারাউন্ড ভিউ। অর্থাৎ, গাড়ির চারদিকের সঙ্গে সঙ্গে দেখা যাবে গাড়ির নীচের ছবিও।
এই গাড়ি ভারত এনক্যাপে পেয়েছে ফাইভ স্টার সেফটি রেটিং। এ ছাড়াও গাড়ির কেবিন বেশ বড় ও বিলাসবহুল। এ ছাড়াও এই গাড়ির দুর্দান্ত রেঞ্জ গাড়িটিকে অন্য গাড়ির চেয়ে খানিকটা এগিয়ে রাখে। তবে, গোটা দেশে চার্জিং পরিকাঠামো এই মুহূর্তে ইলেকট্রিক গাড়িকে লংজার্নিকে সাপোর্ট করবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।
