নয়া দিল্লি: সামনেই দোল। হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, হাতে বেশিদিন সময় নেই। এদিকে ট্রেনে যাবেন, কনফার্ম টিকিট তো চাই-ই। কী করবেন, বুঝে পাচ্ছেন না। চিন্তা নেই, এই ট্রিকস মেনে ট্রেনে টিকিট কাটলে কনফার্ম টিকিট মিলবেই। কী সেই পদ্ধতি, জেনে নেওয়া যাক-
কাছে-পিঠে হোক বা দূরে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষেরই ভরসা ট্রেন। ভারতীয় রেল বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক। দেশের প্রতিটি প্রান্তই জুড়ে রয়েছে রেল নেটওয়ার্কের মাধ্যমে। ভারতীয় রেলের নিয়ম অনুসারে, যাত্রা বা ভ্রমণের তারিখের ১২০ দিন আগে থেকে টিকিট বুক করা যেতে পারে। এরপরেও টিকিট বুক করা যায়। তবে যারা শেষ মুহূর্তে ভ্রমণের পরিকল্পনা বানান, তাদের জন্যও ব্যবস্থা রেখেছে ভারতীয় রেল। যাত্রার তারিখের একদিন আগেই বুকিং করা যেতে পারে টিকিট। এগুলি তৎকাল টিকিট হয়। এক্ষেত্রে খরচ পড়ে সামান্য বেশি।
ট্রেনের টিকিট বুক হয়েছে কি না, তা জানতে আইআরসিটিসি (IRCTC)-র মোবাইল অ্যাপ, ভারতীয় রেলওয়ে ওয়েবসাইট, থার্ড পার্টি ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও, আপনি এসএমএস পাঠিয়েও টিকিটের কনফার্মেশন সম্পর্কে তথ্য জানতে পারেন। এর জন্য ১৩৯- এই নম্বরে এসএমএস পাঠাতে হবে। মেসেজে ট্রেনের ১০ নম্বরের PNR নম্বর টাইপ করে পাঠাতে হবে।