Tax Exemption: কেন্দ্রের বিরাট সিদ্ধান্ত, কর ছাড়ের মেয়াদ বাড়ল আরও ৫ বছর!
Tax Exemption Period Extended: কেন্দ্রের এই কর ছাড় আসলে সোভেরেইন ওয়েলথ ফান্ড বা পেনশন ফান্ড থেকে যে আয়, ডিভিডেন্ড বা লং-টার্ম ক্যাপিটাল গেন এই সবের উপর কর দেওয়া থেকে একটা অব্যাহতি দেয়।

কর ছাড় দেওয়ার ব্যাপারে এই বছরের বাজেটে উপুড়হস্ত হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চলতি অর্থবর্ষে আয়কর ছাড়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বর্তমানে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না, এমনই জানিয়েছে কেন্দ্র। আর এবার SWF ও পেনশন তহবিলের উপর যে কর, কেন্দ্র তার উপর ছাড়ের মেয়াদ বাড়িয়েছে ২০৩০ সালের ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ, আরও ৫ বছর।
সংবাদসংস্থা সূত্রে খবর, ভারতের ডিপার্ট্মেন্ট অফ রেভেনিউ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আর এই বিজ্ঞপ্তি শেষ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার একটা বাস্তব রূপ দিয়েছে। এই কর ছাড় আসলে সোভেরেইন ওয়েলথ ফান্ড বা পেনশন ফান্ড থেকে যে আয়, ডিভিডেন্ড বা লং-টার্ম ক্যাপিটাল গেন এই সবের উপর কর দেওয়া থেকে একটা অব্যাহতি দেয়।
এই কর ছাড় দেওয়ার পিছনে সরকারের লক্ষ্য খুবই স্পষ্ট। এই ধরণেই কর ছাড়ের মাধ্যমে ভারতের বিভিন্ন বড় প্রোজেক্টে, টেলিকম সেক্টরে, জ্বালানি সহ একাধিক সেক্টরে বিদেশি বিনিয়োগ টেনে আনাই লক্ষ্য সরকারের। অবশ্য এই কর ছাড় তাঁরাই পাবেন যাঁরা এই ক্ষেত্রে ২০২০ সালের ১ অক্টোবরের পর বিনিয়োগ করেছেন।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
