TCS: সুখের দিন শেষ! পুজোর মধ্যেই কর্মীদের জন্য বড় নির্দেশ দিল TCS

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 19, 2023 | 12:49 PM

Work From Office: টিসিএসের মানবসম্পদ বিভাগের তরফে নোটিস জারি করে জানামো হয়েছে, সমস্ত অ্যাসোসিয়েটদের এবার থেকে সপ্তাহে ৫ দিন অফিসে আসতে হবে। বিগত দুই বছরে যে সমস্ত কর্মীরা টিসিএসে যোগ দিয়েছেন এবং ভার্চুয়াল বা হাইব্রিড মোডে কাজ করছিলেন, তাদেরও অফিসে আসতে বলা হয়েছে।

TCS: সুখের দিন শেষ! পুজোর মধ্যেই কর্মীদের জন্য বড় নির্দেশ দিল TCS
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: উৎসবের আনন্দে যখন মেতে সবাই, তখনই দুঃখের খবর পেল দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিসের (TATA Consultancy Service) কর্মীরা। দীর্ঘ ওয়ার্ক ফ্রম হোমে ইতি পড়ল। টিসিএসের কর্মীদের ফেরত আসতে বলা হল কর্মীদের। এবার সপ্তাহে পাঁচদিনই টিসিএস (TCS) কর্মীদের অফিসে আসতে হবে। একইসঙ্গে কর্মীদের বাধ্যতামূলকভাবে ড্রেসকোড মানতেও নির্দেশ দেওয়া হয়েছে।

টিসিএসের মানবসম্পদ বিভাগ বা এইচআর অফিসের তরফে নোটিস জারি করে জানামো হয়েছে, সমস্ত অ্যাসোসিয়েটদের এবার থেকে সপ্তাহে ৫ দিন অফিসে আসতে হবে। বিগত দুই বছরে যে সমস্ত কর্মীরা টিসিএসে যোগ দিয়েছেন এবং ভার্চুয়াল বা হাইব্রিড মোডে কাজ করছিলেন, তাদেরও অফিসে আসতে বলা হয়েছে।

টিসিএসের তরফে জানানো হয়েছে, কর্মীদের মধ্যে সমন্বয় তৈরির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া করোনাকালে সংক্রমণ এড়াতে সমস্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হয়েছিল। বর্তমানে সংক্রমণের কোনও সম্ভাবনা না থাকায়, কর্মীদের আবার অফিসে ফিরে আসতে বলা হয়েছে।

একইসঙ্গে কর্মীদের ড্রেস কোড মেনে চলতেও বলা হয়েছে। সংস্থার কর্মীরা যে পোশাক পরেন, তা প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেই তুলে ধরা হয়। সেই কারণে কর্মীদের উচিত দায়িত্ববান হয়ে, ড্রেস কোড মেনে পোশাক পরা উচিত।

বিজনেস ক্যাসুয়াল (সোম থেকে বৃহস্পতিবার)-

পুরুষদের জন্য় ফুল স্লিভ ফর্মাল শার্ট ও ফর্মাল ট্রাউজার।

মহিলাদের জন্য ফর্মাল স্কার্ট বা নিউট্রাল রঙের বিজনেস ড্রেস

কিংবা শাড়ি বা হাঁটু অবধি কুর্তি পরতে পারেন।

জুতোর ক্ষেত্রে ফর্মাল শু, ফ্ল্যাট, হিল, পাম্প শু বা ড্রেস স্যান্ডেল পরতে পারেন।

স্মার্ট ক্যাজুয়াল (শুক্রবার)-

ক্যাজুয়াল, হাফ স্লিভ শার্ট, কলার দেওয়া টি-শার্ট, পোলো শার্ট ও টার্টল নেক জামা পরতে পারেন পুরুষ কর্মীরা।

প্যান্টের ক্ষেত্রে ক্যাজুয়াল ট্রাউজার, খাকি, চিনোজ, স্ট্রেট কাট জিন্স পরতে পারেন।

মহিলাদের ক্ষেত্রে কুর্তি, প্রিন্টেড টপ বা ব্লাউজ ও স্কার্ট পরতে পারেন।

শুক্রবার পরা যাবে স্নিকার্স, সিউড শু-ও।

Next Article