Tesla: ভারতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে রাজি টেসলা, শর্ত শুধু একটাই…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 25, 2023 | 7:18 AM

Tesla in India: টেসলার দাবি, আমদানি শুল্কে ছাড় দিতে হবে। বর্তমানে কেন্দ্রের নিয়ম অনুযায়ী, ৪০ হাজার ডলারের বেশি দামের বিদেশি গাড়ির ভারতে আমদানির জন্য় ১০০ শতাংশ আমদানি শুল্ক  দিতে হয়। এর কমদামি গাড়ির জন্য ৭০ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়। টেসলার দাবি ছিল, এই আমদানি শুল্ক যেন কমিয়ে ১৫ শতাংশ করা হয়।  

Tesla: ভারতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে রাজি টেসলা, শর্ত শুধু একটাই...
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ইলন মাস্ক। ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: টেসলা গাড়ি চালানো বা চড়ার স্বপ্ন দেখেন যারা, তাদের জন্য় সুখবর। ভারতে টেসলার আমদানি নিয়ে মিলল সুখবর। সূত্রের খবর, ভারতে গাড়ি তৈরির কারখানা গড়তে আগ্রহী টেসলা (Tesla)। ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে আগ্রহী ইলন মাস্কের (Elon Musk) সংস্থা। তবে এর জন্য একটাই শর্ত রেখেছে টেসলা। তাদের দাবি, যদি আগামী ২ বছরের জন্য় ভারতে টেসলার গাড়ির আমদানি শুল্ক (Import Duty) কমিয়ে ১৫ শতাংশ করে দেয়, তবে কারখানা তৈরির জন্য় ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে টেসলা।

গত অগস্ট মাসেই খবর মিলেছিল, ভারতে বিনিয়োগ করতে আগ্রহী টেসলা। তবে এর জন্য তাদের দাবি, আমদানি শুল্কে ছাড় দিতে হবে। বর্তমানে কেন্দ্রের নিয়ম অনুযায়ী, ৪০ হাজার ডলারের বেশি দামের বিদেশি গাড়ির ভারতে আমদানির জন্য় ১০০ শতাংশ আমদানি শুল্ক  দিতে হয়। এর কমদামি গাড়ির জন্য ৭০ শতাংশ আমদানি শুল্ক দিতে হয়। টেসলার দাবি ছিল, এই আমদানি শুল্ক যেন কমিয়ে ১৫ শতাংশ করা হয়।

সেই সময় ইলন মাস্কের সংস্থার তরফে জানানো হয়েছিল, যদি কেন্দ্র ১২ হাজার টেসলার গাড়ির উপরে আমদানি শুল্কে ছাড় দেয়, তবে ভারতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি। যদি ৩০ হাজার টেসলা গাড়ির আমদানি শুল্কের উপরে ছাড় দেওয়া হয়, তবে ভারতে কারখানা গড়ার জন্য ২ বিলিয়ন ডলার অবধি বিনিয়োগ করতে রাজি।

প্রসঙ্গত, সম্প্রতিই আমেরিকায় গিয়ে টেসলার কারখানা পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। ইলন মাস্কের সঙ্গে দেখা করার কথা থাকলেও, শেষ অবধি তা হয়নি।

পূর্ববর্তী ডোনাল্ড ট্রাম্প সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, ভারতের বিদেশি গাড়ির উপরে আমদানি শুল্ক কমানো উচিত। নাহলে বিদেশি সংস্থাগুলি ভারতের বিদেশি অটোমোবাইল সংস্থাগুলি প্রতিযোদগিতায় পেড়ে উঠছে না।

Next Article