Tata Technologies IPO: এই মাসেই বাজারে আসছে টাটা টেকনোলজিসের IPO, কত দাম হতে পারে?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 13, 2023 | 7:45 AM

Tata Technologies Share: ইতিমধ্যেই গ্রে মার্কেট প্রিমিয়ামে (GMP) টাটা টেকনোলজিসের শেয়ার প্রতি দাম নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে শেয়ার প্রতি দাম দাঁড়াতে পারে আড়াইশো টাকার আশেপাশে। যদিও শেষ পর্যন্ত বাস্তবে কত দাম দাঁড়ায় এখন সেটাই দেখার।

Tata Technologies IPO: এই মাসেই বাজারে আসছে টাটা টেকনোলজিসের IPO, কত দাম হতে পারে?
আইপিও নিয়ে বিনোয়গকারীদের মধ্যে চড়ছে উন্মাদনা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: দীপাবলিতে মাতোয়ারা গোটা দেশ। আলোর উৎসব মিটতেই এবার বাজারে আসছে সাত কোম্পানির বহু প্রতীক্ষিত আইপিও। তালিকায় রয়েছে Fedbank Financial Services Ltd, Tata Technologies, Gandhar Oil Refinery India Ltd, , Indian Renewable Energy Development Agency Ltd (IREDA IPO), Flair Writing Industries Ltd, Allied Blenders & Distillers Ltd, এবং Mukka Proteins Ltd. তবে এর মধ্যে সব থেকে বেশি চর্চায় রয়েছে টাটা টেকনোলজিস। সংস্থার তরফে যে নতুন ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) আনা হবে সেই জল্পনা শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই। কিন্তু, ঠিক কবে থেকে তা বাজারে পাওয়া যাবে তা জানা যাচ্ছিল না। 

প্রসঙ্গত, টাটা টেকনোলজিস আদপে টাটা গ্রুপের একটি অংশ। অটো এবং এরোস্পেস সেক্টরের ফার্মগুলির জন্য ইঞ্জিনয়রিং পরিষেবা প্রদান করে এই সংস্থা। তাঁরা যে আইপিও আনছে ইতিমধ্য়েই তা জানানো হয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) কাছে।

ইতিমধ্যেই গ্রে মার্কেট প্রিমিয়ামে (GMP) টাটা টেকনোলজিসের শেয়ার প্রতি দাম নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে শেয়ার প্রতি দাম দাঁড়াতে পারে আড়াইশো টাকার আশেপাশে। কোনও শেয়ার লিস্টিং হওয়ার আগে তার সম্ভাব্য দামের একটা আঁচ পাওয়া যায় গ্রে মার্কেট প্রিমিয়ামে। শোনা যাচ্ছে টাটা টেকনোলজিসের এক একটি আইপিও-র দাম হতে পারে তেরো থেকে সাড়ে তেরো হাজারের আশেপাশে হতে পারে।

 

Next Article