Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধন হলেই হু হু করে বাড়তে পারে এই সব সংস্থার শেয়ার দর

Jan 11, 2024 | 8:26 PM

Ram Mandir: রামনগরী অযোধ্যাকে দেশের অন্যতম প্রধান তীর্থস্থান হিসাবে গড়ে তুলতে জোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কোনও খামতি রাখছে না উত্তরপ্রদেশ সরকারও। এটি মাথায় রেখে, অনেক কোম্পানি এখানই তাদের বাজিও রাখতে শুরু করে দিয়েছে।

Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধন হলেই হু হু করে বাড়তে পারে এই সব সংস্থার শেয়ার দর
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: দেশজুড়ে চর্চায় অযোধ্যার রাম মন্দির। উদ্বোধনের আগেই জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাজার বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু স্টক রয়েছে যেগুলি রাম মন্দিরের উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে ভাল রিটার্ন দিতে পারে বিনিয়োগকারীদের। প্রসঙ্গত, রামনগরী অযোধ্যাকে দেশের অন্যতম প্রধান তীর্থস্থান হিসাবে গড়ে তুলতে জোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কোনও খামতি রাখছে না  উত্তরপ্রদেশ সরকারও। এটি মাথায় রেখে, অনেক কোম্পানি এখানই তাদের বাজিও রাখতে শুরু করে দিয়েছে। দাবি করা হচ্ছে, যাদের শেয়ার আপনাকে সেরা রিটার্ন দিতে পারে।

রাম মন্দির নির্মাণ করেছে L&T। এই সংস্থাটি দেশে দিল্লির লোটাস টেম্পল থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত নির্মাণ করেছে। এটি দেশের বৃহত্তম নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে একটি। গত এক বছরে কোম্পানির শেয়ার ৬৭.৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা আগামীতে আরও ভাল রিটার্ন দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

তাজ হোটেল

টাটা গ্রুপের কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডই (আইএইচসিএল) দেশের সবচেয়ে বিলাসবহুল হোটেল ব্র্যান্ড ‘তাজ’-এর মালিক। অযোধ্যার পর্যটন সম্ভাবনার কথা মাথায় রেখে সংস্থাটি এখানে তার সম্প্রসারণের পরিকল্পনা করেছে বলে খবর। যা আগামী দিনে তার স্টকের দাম অনেকাংশে বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৪৬.৮৮ শতাংশ রিটার্ন দিয়েছে।

ইন্ডিগো

ইতিমধ্যেই অযোধ্যায় একটি নতুন বিমানবন্দর চালু হয়েছে। ইন্ডিগোই সর্বপ্রথম এখান থেকে পরিষেবা শুরু করেছে। সরকার অযোধ্যা বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদাও দিয়েছে। যে কারণে ইন্ডিগো অযোধ্যা থেকে অন্যান্য দেশে সরাসরি বিমান পরিষেবা শুরু করছে। গত এক বছরে এই কোম্পানির শেয়ার ৫০.৪৩% রিটার্ন দিয়েছে।

আইআরসিটিসি

ভারতীয় রেল কোম্পানি আইআরসিটিসির শেয়ার আগামী দিনে আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। অযোধ্যায় রাম মন্দির খোলার পর সংস্থাটি অনেক বিশেষ ট্যুর প্যাকেজ এবং তার বিশেষ ট্রেন চালু করতে চলেছে। অযোধ্যায় পর্যটন ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানির আয়ও যে বাড়বে তা বলাই বাহুল্য। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৪৬.৮০ শতাংশ রিটার্ন দিয়েছে।

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।  

Next Article