Liquor Ban: রামমন্দিরের উদ্বোধনের দিন এই সমস্ত রাজ্যে মিলবে না মদ, তালিকায় কোন রাজ্য দেখে নিন

Sukla Bhattacharjee |

Jan 11, 2024 | 7:32 PM

Dry Day: রামমন্দির উদ্বোধনের দিনে অযোধ্যা-সহ সমগ্র উত্তর প্রদেশে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। তবে কেবল যোগী সরকার নয়, আরও কয়েকটি রাজ্যের সরকার রামমন্দির উদ্বোধনের দিন মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ২২ জানুয়ারি 'ড্রাই ডে' ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজ্য।

Liquor Ban: রামমন্দিরের উদ্বোধনের দিন এই সমস্ত রাজ্যে মিলবে না মদ, তালিকায় কোন রাজ্য দেখে নিন
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। সেই দিন রামভক্ত সহ ধর্মপ্রাণ মানুষদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। গোটা অযোধ্যাজুড়ে সেদিন বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। সেদিন সকল দেশবাসীকে ঘরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলী উৎসব পালন করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিশেষ দিনে অযোধ্যা-সহ সমগ্র উত্তর প্রদেশে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। তবে কেবল যোগী সরকার নয়, আরও কয়েকটি রাজ্যের সরকার রামমন্দির উদ্বোধনের দিন মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ২২ জানুয়ারি ‘ড্রাই ডে’ ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজ্য। কোন-কোন রাজ্যে সেদিন ড্রাই ডে পালিত হবে, দেখে নেওয়া যাক একনজরে

উত্তর প্রদেশ- রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২২ জানুয়ারি প্রথমে মন্দির-সংলগ্ন এলাকা-সহ অযোধ্যায় সমস্ত মদ ও মাংসের দোকান বন্ধ রাখার ঘোষণা করে স্থানীয় প্রশাসন। পরবর্তীতে সমগ্র রাজ্যে মদের বিক্রি বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এপ্রসঙ্গে বলা যায়, রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে অযোধ্যা-সহ গোটা উত্তর প্রদেশে উৎসবের আমেজ। তাই সেদিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করেছে যোগী সরকার।

ছত্তীসগঢ়- উত্তর প্রদেশের পর ছত্তীসগঢ় প্রথম রাজ্য, যেখানে ২২ জানুয়ারি ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ছত্তীসগঢ় বিজেপির দখলে এসেছে। সেই রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁই গত সপ্তাহেই রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা করেছেন। অর্থাৎ সেদিন রাজ্যের সমস্ত মদের দোকান, পাব বন্ধ থাকবে। অন্যদিকে, ছত্তীসগঢ়ের রাইস মিলার্স অ্যাসোসিয়েশনকে রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যায় ৩০০ মেট্রিক টন সুগন্ধি চাল পাঠানোর কথা জানিয়েছেন।

অসম- ছত্তীসগঢ়ের পরই আগামী ২২ জানুয়ারি রাজ্যে ড্রাই ডে ঘোষণা করেছে অসম সরকার। অসমের পর্যটনমন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া বলেন, রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে অসম সরকার আগামী ২২ জানুয়ারি রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

জয়পুর, রাজস্থান- ছত্তীসগঢ়ের মতো রাজস্থানেও এবারে বিজেপি জয়ী হয়েছে। তবে ছত্তীসগড়ের মতো রাজস্থানে রামমন্দির উদ্বোধনের দিন সামগ্রিকভাবে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়নি। কেবল রাজস্থানের রাজধানী জয়পুরের হেরিটেজ এলাকাগুলিতে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। জয়পুর পুরসভার অন্তর্গত হেরিটেজ এলাকাগুলিতে আগামী ২২ জানুয়ারি মাংসের দোকান বন্ধ থাকবে। স্থানীয় বিজেপি নেতা গোপাল শর্মা সেই দিন জয়পুরের হেরিটেজ এলাকাগুলিতে মদের দোকানও বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন। কিন্তু, টেকনিক্যাল কারণে সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন জয়পুরের মেয়র মুনেশ গুজ্জর।

মহারাষ্ট্র- মহারাষ্ট্রেও একনাথ শিন্ডে সরকার আগামী ২২ জানুয়ারি ‘ড্রাই ডে’ ঘোষণা করেনি। মূলত, মুম্বইয়ের শহুরে প্রবণতা ও মদ থেকে অতিরিক্ত আয়ের দিকে লক্ষ্য রেখেই এই সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকারের।

Next Article