বিনিয়োগের একটি উল্লেখযোগ্য অপশন হল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposits)। আর গত অর্থবর্ষ জুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক দফায় দফায় রেপো রেট (Repo Rate) বাড়িয়েছে। তারপরই বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে দফায় দফায়। বর্তমানে স্থায়ী আমানতে উচ্চহারেই সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি। সাধারণ নাগরিকদের তুলনায় কিছুটা বেশিই সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা। বেশ কয়েকটি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৮ শতাংশের ওপরে সুদ দিচ্ছে। আসুন দেখে নেওয়া যাক তালিকা।
ডিসিবি ব্যাঙ্ক:
ডিসিবি ব্যাঙ্ক ১৫ মাস থেকে ২৪ মাসের ২ কোটি টাকার কম পরিমাণের আমানতে প্রবীণ নাগরিকদের ৮.৫০ শতাংশ সুদ দেয়। ২০২৩ সালের ১০ মার্চ থেকে এই হার কার্যকর হয়েছে।
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক:
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ১৮ মাসের এবং ১ দিন থেকে ৩ বছরের ২ কোটি টাকার কম পরিমাণের আমানতে প্রবীণ নাগরিকদের ৮.২৫ শতাংশ সুদ দেয়।
অ্যাক্সিস ব্যাঙ্ক:
অ্যাক্সিস ব্যাঙ্ক দুই বছর থেকে ৩০ মাসের কম সময়ের মধ্যে ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৮.০১ শতাংশ হারে সুদ দিচ্ছে। ২০২৩ সালের ৪ এপ্রিল থেকে এই হার কার্যকর হয়েছে।
বন্ধন ব্যাঙ্ক:
বন্ধন ব্যাঙ্ক ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ৬০০ দিনের (এক বছর সাত মাস এবং ২০ দিন) এফডিতে প্রবীণ নাগরিকদের ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।