আগামী শুক্রবার (২১ এপ্রিল) ইদ-উল-ফিতর বা রমজান উপলক্ষে দেশের একাধিক জায়গায় বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা। রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২২ এপ্রিল শনিবারও ইদ-উল-ফিতর বা রমজান উপলক্ষে বেশ কিছু জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
শুক্রবার কোথায় কোথায় বন্ধ থাকছে ব্যাঙ্ক?
২১ এপ্রিল, শুক্রবার আগরতলা, জম্মু, কোচি, শ্রীনগর ও তিরুবনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
শনিবার কোথায় কোথায় বন্ধ থাকবে ব্যাঙ্ক?
বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দরাবাদ- অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ- তেলেঙ্গানা, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পটনা, রায়পুর, রাঁচি, শিলং এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এপ্রিল মাসে বাকি দিনের ছুটির তালিকা:
১৮ এপ্রিল, ২০২৩: জম্মু ও কাশ্মীরে বন্ধ ব্যাঙ্ক
২১ এপ্রিল, ২০২৩:ইদ-উল-ফিতর- আগরতলা, জম্মু, কোচি, শ্রীনগর ও তিরুবনন্তপুরমে বন্ধ ব্যাঙ্ক
২২ এপ্রিল, ২০২৩: চতুর্থ শনিবার- (সারা ভারত)
২৩ এপ্রিল, ২০২৩: রবিবার- (সারা ভারত)
৩০ এপ্রিল, ২০২৩: রবিবার- (সারা ভারত)
ব্যাঙ্কের দরজা বন্ধ থাকলেও অন্যান্য় অনলাইন পরিষেবা চালু থাকবে। এটিএম, অনলাইন লেনদেন, ইউপিআই সহ একাধিক পরিষেবা ছুটির দিনেও পাবেন ব্যাঙ্কের গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এপ্রিল মাসে মোট ১০ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা।