Gold Price Today: আজই মেয়ের বিয়ের গয়না কিনবেন? গত এক সপ্তাহে সর্বনিম্ন রয়েছে সোনা-রুপোর দর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 18, 2023 | 11:05 AM

Gold and Silver Price Today: আজই মেয়ের বিয়ের জন্য গয়না কিনবেন ভাবছেন যাঁরা তাদের জন্য সুখবর। গত এক সপ্তাহে সর্বনিম্ন রয়েছে সোনা-রুপোর দর। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫,৮৫০ টাকা।

Gold Price Today: আজই মেয়ের বিয়ের গয়না কিনবেন? গত এক সপ্তাহে সর্বনিম্ন রয়েছে সোনা-রুপোর দর
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: নববর্ষে মুখ তুলে চেয়েছে সোনা। ১ লা বৈশাখই অনেকটা হারে দাম কমেছিল সোনার (Gold Price Today)। গতকাল অপরিবর্তিত ছিল সোনার দর। তবে মঙ্গলে সকালে বাজার খুলতেই ফের দাম কমল সোনার। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৯০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমল ১১০ টাকা। বিয়ের মরসুমে সোনার দাম কমায় মুখে হাসি ক্রেতা-বিক্রেতাদের। সোনার পাশাপাশি অনেকটা হারে দাম কমেছে রুপোরও। ১ কেজি রুপোর দাম কমল ১ হাজার ১০০ টাকা (Silver Price Today)।

মঙ্গলবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৮৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৬৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৮৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৮,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৯২ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৭৩৬ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৯২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৯,২০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৭,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

আজ গত এক সপ্তাহে সর্বনিম্ন হল সোনার দর। রুপোরও একই হাল। গত সপ্তাহেই ৮০ হাজারের একটু কম ছিল রুপোর দর। এখন কিছুটা নিম্নমুখী হয়েছে রুপোর দর। গত এক সপ্তাহে সর্বনিম্ন হল রুপোর দর।

আজ বিশ্ব বাজারে বাড়ল স্পট গোল্ডের দর। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম হয়েছে ১,৯৯৭.৯২ মার্কিন ডলার। তবে দেশীয় বাজারে দাম কমল সোনার।

সোনার শেয়ার বাজারের দাম :

মঙ্গলবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৫৭৫.৪৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম বেড়ে হয়েছে ১০৪ টাকা। আজ অপরিবর্তিত রয়েছে পিসি জুয়েলারের শেয়ার দর। এই সংস্থার শেয়ারের দাম রয়েছে ২৬.৫২ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*

Next Article