নয়া দিল্লি: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটগুলিতে এখন আগের তুলনায় সুদের হার অনেকটাই কমে গিয়েছে। আর এর ফলে মানুষ বিকল্প অপশনগুলির দিকে ঝুঁকতে শুরু করেছে। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে (Mutual Funds) বিনিয়োগ একটি ভাল অপশন হয়ে উঠতে পারে। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ইকুউটি স্কিমগুলিতে বিনিয়োগ করলে বাম্পার রিটার্ন পাওয়ার সুবিধা রয়েছে। তবে এখানে ঝুঁকিও রয়েছে। মিউচুয়াল ফান্ডে স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগে ঝুঁকি সবথেকে বেশি। কারণ, এখানে বাজারের উঠা-নামা লেগেই থাকে। বাজার ভাল হলে, এই ধরনের স্কিমগুলি থেকে ব্য়াপক রিটার্ন পেতে পারেন আপনি। আবার মার্কেটের হাল যদি ভাল না হয়, তাহলে হু হু করে ধস নামতেও সময় লাগে না। তাই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে অবশ্যই ঝুঁকির দিকগুলি মাথায় রাখতে হবে।
তাই যদি আপনি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে অবশ্যই আপনাকে সম্ভব্য ঝুঁকির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। যদি আশানুরূপ ফল না আসে, তাহলে ঘাবড়ে গেলে চলবে না। যদি আপনি এই ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, তাহলে এই স্মল ক্যাপ স্কিমগুলির দিকে নজর রাখতে পারেন। এই ইকুউটি স্কিমগুলি বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিয়েছে।
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগকারীরা ২২২.৮৩ শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়েছেন।
নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে টাকা লাগিয়ে করে ১৫২.০৯ শতাংশ পর্যন্ত লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা।
এই স্কিমে টাকা বিনিয়োগ করে গ্রাহকরা সর্বোচ্চ ১২৫.২৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়েছেন।
টাটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে যাঁরা টাকা বিনিয়োগ করেছেন, তাঁরা ১১৬.৬৯ শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়েছেন।
এই স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে সর্বোচ্চ ১২৬.৩৫ শতাংশ রিটার্ন পেয়েছেন গ্রাহকরা।