Life Insurance Policy: জীবন বিমা করার আগেই সতর্ক হোন! মাথায় রাখুন এই বিষয়গুলি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 23, 2022 | 9:30 AM

LIC Policy: পাশাপাশি দুর্ঘটনার মৃত্যু হলেও পরিবারের আর্থিক নিশ্চয়তার দিকটাও অনেকটাই শক্তিশালী হয়। এমনই বিভিন্ন বিষয়ের কথা মাথায় রেখে প্রচুর মানুষ নিজের ও পরিবারের ভবিষ্যত সুনিশ্চিত করতে জীবন বিমা করেন

Life Insurance Policy: জীবন বিমা করার আগেই সতর্ক হোন! মাথায় রাখুন এই বিষয়গুলি
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

অনেকেই জীবন বিমা করেন ভবিষ্যত সুরক্ষিত করতে। জীবন বিমা অল্প অল্প করে বিনিয়োগ করলে মেয়াদ শেষে মোটা অঙ্কের লাভ মেলে। পাশাপাশি দুর্ঘটনার মৃত্যু হলেও পরিবারের আর্থিক নিশ্চয়তার দিকটাও অনেকটাই শক্তিশালী হয়। এমনই বিভিন্ন বিষয়ের কথা মাথায় রেখে প্রচুর মানুষ নিজের ও পরিবারের ভবিষ্যত সুনিশ্চিত করতে জীবন বিমা করেন। তবে জীবন বিমা করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ জীবন বিমা নেওয়ার ক্ষেত্রে বোঝার সমস্যা থাকলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। বিমা করার আগে কোন কোন বিষয়গুলির ওপর বাড়তি নজর দেওয়া প্রয়োজন এক নজরে দেখে নেওয়া যাক…

  1. উদ্দেশ্য: কেন আপনি বিমা করছেন সেই উদ্দেশ্য সব সময় পরিষ্কার থাকা উচিত। কারণ আপনার বিমার করা উদ্দেশ্য পরিষ্কার থাকলে তবে ভেবেচিন্তে নিজের প্রয়োজন অনুযায়ী দীর্ঘ অথবা স্বল্পমেয়াদী বিনিয়োগ করা সম্ভব হবে।
  2. কর ছাড়: জীবন বিমা করলে আয়কর ছাড় মেলে। আপনি কোন বিমা করছেন তার ওপর নির্ভর করে আয়কর ছাড়ের পরিমাণ। তাই বিমা করার আগে এই বিষয়গুলি খতিয়ে দেখা দরকার। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।
  3. বিমার ক্লেম: বিমা করার আগে ক্লেম সেটেলমেন্টের বিষয়েও বাড়তি নজর দেওয়া উচিত। কারণ অনেক ক্ষেত্রে বিমার মেয়াদ শেষে অথবা গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিরারকে বিমার ক্লেম নিয়ে সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় সামান্য ত্রুটির জন্য ক্লেম থেকে বঞ্চিত হন গ্রাহক। সেই কারণে বিমা করার আগে ক্লেমের বিষয়ে বাড়তি নজর দিতে হবে।
  4. সঠিক তথ্য প্রদান: জীবন বিমা করার সময় যাবতীয় নথিপত্র গ্রাহকের সঠিক তথ্য দেওয়া উচিত, কোনও কিছুই লুকিয়ে যাওয়া উচিত নয়। তথ্য লুকিয়ে গেলে অথবা ভুল তথ্য দিলে পরবর্তীকালে সমস্যা হতে পারে।
Next Article