নয়া দিল্লি: দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি। আর তার বাড়িতে নাকি চুরি! মার্চের শুরুতেই গুজরাটের জামনগরে বসেছিল মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের আসর। ১০০০ কোটি টাকার সেই প্রাক-বিবাহের আগেই, ১২ ফেব্রুয়ারি সেই প্রাক-বিবাহের উদযাপনের জন্য রাখা নগদ টাকা এবং একটি ল্যাপটপ চুরি গিয়েছিল। তবে চুরি করে রক্ষা পেল না চোরের দল। শনিবার দিল্লি থেকে পাঁচ চোরের দলটিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। চোরেরা আদতে তামিলনাড়ুর ত্রিচির বাসিন্দা।
রাজকোটের পুলিশ সুপার রাজু ভার্গব জানিয়েছেন, ত্রিচি জেলার রামজি নগরের বাসিন্দা জগন, দীপক, গুনশেখর, মুরলি এবং একম্বারাম। জামনগরে অম্বানিদের প্রাকবিবাহের আসর বসছে শুনে, ত্রিচি ছেড়ে তারা প্রাকবিবাহ আসরের আগে জামনগরে গিয়েছিল। কিন্তু, সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকায়, বিশেষ সুবিধা করতে পারেনি। সেখানে পার্ক করা একটি গাড়ির জানালা ভেঙে একটি ল্যাপটপ চুরি করে, জামনগর বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়েছিল। তারা। এরপর, তারা গিয়েছিল রাজকোটে। সেখানে তারা আরও একটি পার্ক করা মার্সিডিজ গাড়ির জানালা ভেঙে ১০ লক্ষ টাকা নগদ এবং একটি ল্যাপটপ চুরি করেছিল।
এরপর তারা দিল্লি চলে গিয়েছিল। চুরির তদন্তে নেমে, নজরদারি ক্যামেরার রেকর্ডিং বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। প্রথমে চুরির সঙ্গে জড়িত একজনকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান পাওযা যায়। তবে, এই চোরের দলের নেতা মধুসূধন এখনও পলাতক। রাজকোটের পুলিশ সুপার রাজু ভার্গব বলেছেন, “গ্যাংটি ট্রেনে করে বিভিন্ন শহরে যেত। তারপর ব্যস্ত এলাকায় পার্ক করা গাড়ির জানালা ভেঙে তুরি করত। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, গত চার মাসে তারা রাজকোট, জামনগর, আহমেদাবাদ এবং দিল্লির ১১টি জায়গা থেকে চুরি করেছে। এছাড়া, দলটি অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র এবং কেরলেও হামলা চালিয়েছিল।”