নয়া দিল্লি: এই তো ক’দিন আগে টমোটো কিনতে গিয়ে কালঘাম ছুটছিল মধ্যবিত্তের। সারা দেশের প্রায় প্রতিটি বাজারে আকাশ ছুঁয়েছিল টমোটোর দাম। আর মাত্র কয়েকটা সপ্তাহের ব্যবধানেই সেই দাম কমে গিয়েছে অনেকটাই। কার্যত জলের দরে বিকোচ্ছে টমেটো। গত জুলাই মাসেই যে সবজির দাম প্রতি কেজিতে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল, সেই দাম নেমে ঠেকেছে ২ টাকা প্রতি কেজিতে। আর তাতে সাধারণ মানুষের স্বস্তি ফিরলেও, মাথায় হাত পড়েছে টমেটো চাষীদের। টমেটোর জোগান এত বেড়ে গিয়েছে যে তা বাজারে কীভাবে পৌঁছনো হবে, কীভাবে সংরক্ষণ করা হবে, তা ভাবতে বলেছেন কৃষকেরা। অনেকেই ছুড়ে ফেলে দিচ্ছেন টমেটো।
জুলাই মাসে টমেটোর দাম ছিল কুইন্টাল প্রতি প্রায় ৮০০০ টাকা আর বর্তমানে কুইন্টাল প্রতি দাম হয়েছে ২০০-৩০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু জিনিসের ক্ষেত্রে দামের তফাৎ হয়ে গেলে এমনটা হয়। মূল্যবৃদ্ধি থেকে বাঁচতে অনেক সময় ফলন এতটাই বাড়িয়ে দেওয়া হয় যার ফল ভুগতে হয় কৃষকদের। মূল্য পান না তাঁরা।
জুন মাসে যে টমেটোর দাম ছিল ৩০ টাকা প্রতি কেজি, জুলাই মাসে সেটাই বেড়ে হয় ১০৯ টাকা প্রতি কেজি। প্রায় ৭.৪৪ শতাংশ দাম বেড়ে যায়। ১৫ মাসের মধ্যে সর্বাধিক হয়ে যায় টমেটোর দাম। আর ১২ সেপ্টেম্বর পুনেতে টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা প্রতি কুইন্টাল বা ২ টাকা প্রতি কেজিতে। হায়দরাবাদে ৪ টাকা ও মুম্বইতে ৮ টাকা দাম হয়েছে প্রতি কেজিতে।
এক পাইকারি বিক্রেতা জানিয়েছেন, অনেক কৃষক রাস্তায় টমেটো ফেলে দিচ্ছেন, আবার কেউ পশুর খাদ্য হিসেবে বিক্রি করে দিচ্ছে। মূলত প্রবল বৃষ্টির কারণে মহারাষ্ট্র বা কর্নাটকে টমেটোর ফলন কমে গিয়েছিল অনেকটাই। তার জেরেই বেড়ে গিয়েছিল দাম।