Note change: ছেঁড়া নোটও বদল হয়, কোথায় বদল হবে এবং কত টাকা মিলবে জানুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 11, 2023 | 12:13 AM

RBI rules: নোটের মূল্যায়নের পর ব্যাঙ্ক আপনাকে আপনার ছেঁড়া নোটের বিনিময়ে নতুন নগদ পরিমাণ দেয় কোনও তদন্ত ছাড়াই। তবে যদি পুরানো বা ছেঁড়া নোটের বিনিময় মূল্য ৫০,০০০ টাকার বেশি হয় তাহলে আপনাকে প্যান কার্ডের বিবরণ দিতে হবে।

Note change: ছেঁড়া নোটও বদল হয়, কোথায় বদল হবে এবং কত টাকা মিলবে জানুন
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

নয়া দিল্লি: দোকান-বাজারে জিনিস কিনতে গিয়ে বা বাসে-অটোয় ভাড়া দিয়ে ব্যালেন্স ফেরত নেওয়ার সময় চলে আসে ছেঁড়া নোট। তাড়াহুড়োয় অনেকেই সেটা না দেখে ছেঁড়া নোট পকেটে ভরে নেন। পরে সেই নোট আর চালানো অসম্ভব হয়ে পড়ে। বিশেষত, ৫০০ টাকার নোট ছেঁড়া হলে চালানো প্রায় অসম্ভব। তবে দোকানে না চললেও ব্যাঙ্কে ছেঁড়া নোট (Torn note) বদল করা সম্ভব। যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়েই নোট বদল করা সম্ভব। নোট বদলের (Note change) প্রক্রিয়াও খুব একটা জটিল নয়। তবে নোট বদলের জন্য ছেঁড়া পুরানো নোটের মূল্যায়ন সংক্রান্ত নিয়ম করা হয়েছে। কীভাবে ব্যাঙ্কে ছেঁড়া নোট বদল করবেন এবং কোন নোটের কী মূল্যায়ণ, আসুন জেনে নিই…

ব্যাঙ্ক থেকে নোট বদলের সম্পূর্ণ প্রক্রিয়া

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্ককে জীর্ণ, বিকৃত এবং পুরানো বা ক্ষতিগ্রস্থ নোটগুলি বিনিময়ের নির্দেশ দিয়েছে। ব্যাঙ্কগুলিকে জীর্ণ বা পুরানো নোটের বদলে গ্রাহককে নতুন নোট দিতে হবে। ফলে নোট বদলের জন্য এখন আর রিজার্ভ ব্যাঙ্কে ছুটতে হবে না। এমনকি কোনও ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট না থাকলেও সেখানে গিয়ে পুরানো নোট বদল করা সম্ভব। অর্থাৎ নোট বদলের জন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা আবশ্যক নয়। যে কেউ যে কোনও কর্মদিবসে যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে পুরানো নোট বদল করতে পারে।

তবে নোট বদলের জন্য ছেঁড়া পুরানো নোটের মূল্যায়ন সংক্রান্ত নিয়ম করা হয়েছে। নোট বদলের মূল্যায়ণ কত করা হয়েছে জানুন…

১) ছেঁড়া পুরানো নোট যদি ৫০ টাকা বা তার কম হয় এবং যদি তা দু-টুকরো হয়ে যায়, তাহলে বিনিময়ে নোটের পুরো মূল্য ফেরৎ পাবেন।
২)যদি আপনার ছেঁড়া পুরানো নোটের মূল্য ৫০ টাকার বেশি হয়। যদি নোটের একটি গোটা টুকরো পুরো নোটের ৮০ শতাংশ বা তার বেশি হয় তবে আপনি নোটটির পুরো মূল্য পাবেন।
৩)যদি ছেঁড়া নোটের টুকরো ৮০ শতাংশের কম কিন্তু ৪০ শতাংশ বা তার বেশি হয়, তাহলে আপনি নোটের অর্ধেক মূল্যের সমান পরিমাণ অর্থ ফেরৎ পাবেন।
৪) যদি ছেঁড়া নোটের সবচেয়ে বড় একক অংশটি ৪০ শতাংশের কম হয়, তাহলে সেই নোটটি বিনিময় করা হবে না।
৫) আপনি কোনও অনুসন্ধান ছাড়াই একদিনে যে কোনও ব্যাঙ্ক থেকে ৫,০০০ টাকা পর্যন্ত মূল্যের পুরানো নোট পরিবর্তন করতে পারেন। একই সময়ে, একদিনে যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে সর্বোচ্চ ২০টি পুরানো নোট পরিবর্তন করতে পারবেন।

নোটের মূল্যায়নের পর ব্যাঙ্ক আপনাকে আপনার ছেঁড়া নোটের বিনিময়ে নতুন নগদ পরিমাণ দেয় কোনও তদন্ত ছাড়াই। তবে যদি পুরানো বা ছেঁড়া নোটের বিনিময় মূল্য ৫০,০০০ টাকার বেশি হয় তাহলে আপনাকে প্যান কার্ডের বিবরণ দিতে হবে।

Next Article