নয়া দিল্লি: এখন কম-বেশি সকলের মোবাইলেই দুটি সিম। কিন্তু সর্বক্ষণ তো আর দুটি সিম ব্যবহার করা হয় না। তাও মাসে মাসে মোটা টাকার রিচার্জ করতেই হয়। তবে অতিরিক্ত এই খরচ আর হবে না। গ্রাহকদের জন্য বড় সিদ্ধান্ত টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া বা ট্রাই-এর। এবার থেকে রিচার্জ না করলেও, চালু থাকবে সিম।
প্রতি মাসে মাসে ন্যূনতম ২০০-৩০০ টাকার রিচার্জ করতে হয় সকল টেলিকম গ্রাহককেই। এর মধ্যে যাদের দুটি সিম, তাদের খরচ দ্বিগুণ। দ্বিতীয় সিম ব্যবহার না করলেও, কেবল তা সচল রাখতেই দামি রিচার্জ করতে হয়। টেলিকম সংস্থাগুলির এই গা-জোয়ারিই এবার বন্ধ করল ট্রাই। টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম ২০ টাকার রিচার্জ আনতে। পাশাপাশি তিন মাস সিমের বৈধতার নিয়মও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রিচার্জ না করলেও, তিন মাস চালু থাকবে সিম। একটানা তিন মাসের বেশি সময় রিচার্জ না করলে, তবেই সিম বন্ধ করে দিতে পারবে টেলিকম সংস্থাগুলি।
রিলায়েন্স জিয়ো থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, বিএসএনএল- সরকারি ও বেসরকারি প্রতিটি টেলিকম সংস্থাকেই তিন মাস বা ৯০ দিনের বৈধতার নিয়ম মানতে হবে। এর মধ্যে এয়ারটেল জানিয়েছে, ৯০ দিনের পরও ১৫ দিনের একটি গ্রেস পিরিয়ড পাওয়া যাবে। এই সময়ের মধ্যে রিচার্জ না করলে, সিম নিষ্ক্রিয় হয়ে যাবে এবং অন্য কাউকে নম্বর দিয়ে দেওয়া হবে। অন্যদিকে ভিআই (ভোডাফোন-আইডিয়া) জানিয়েছে, তিন মাস পর ন্যূনতম ৪৯ টাকার রিচার্জ করলেই চলবে।
বিএসএনএল আবার ৯০ দিনের বদলে ১৮০ দিন বৈধতা দিচ্ছে। অর্থাৎ ৬ মাস রিচার্জ না করলেও, বিএসএনএলের সিম চালু থাকবে।