নয়া দিল্লি: যারা অনলাইনে টিকিট বুক করেন তাদের অনেকেই Paytm ওয়ালেট ব্যবহার করতেন। সম্প্রতি Paytm ব্যাঙ্কের উপর রিজার্ভ ব্যাঙ্ক নিষেধাজ্ঞা জারি করায় অনেকেই IRCTC eWallet নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছেন। এই পরিষেবা এখন চলবে কি না, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। আর এই পরিষেবা বন্ধ হয়ে গেলে কী বিকল্প হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। থাকবে? আসুন IRCTC -র নিজস্ব ওয়ালেট পরিষেবাটি কী আগে জেনে নিই
IRCTC eWallet এর বিশেষত্ব কি?
১)টিকিট প্রতি কোনও পেমেন্ট গেটওয়ে চার্জ নেই।
২) ওয়ালেট টপ-আপ অনলাইনে ভরা যায়।
৩) একটি নির্দিষ্ট ব্যাংকের নেটওয়ার্কের উপর নির্ভরতা দূর হয়।
৪) টিকিট বাতিলের ক্ষেত্রে ফেরতের পরিমাণ IRCTC -র ই-ওয়ালেট অ্যাকাউন্টে জমা হবে।
৫)লেনদেনের ইতিহাস, ওয়ালেট পেমেন্ট ইতিহাস এবং লেনদেন পাসওয়ার্ড সুরক্ষা বৈশিষ্ট্যগুলি সবই IRCTC eWallet অ্যাপে সরবরাহ করা হয়েছে।
লেনদেন নিরাপদ
IRCTC ওয়েবসাইট অনুসারে, IRCTC একটি লেনদেন পাসওয়ার্ড/পিন নম্বর প্রদান করে। ফলে IRCTC eWallet-এর মাধ্যমে নিরাপদে ট্রেনের টিকিট বুকিং করা যায়। প্রতিটি টিকিট বুকিং IRCTC eWallet-এর মাধ্যমে করতে হয়। এমনকি ব্যাঙ্কগুলির মোড অফলাইন থাকলেও eWallet-এর মাধ্যমে টিকিট বুক করা যায়। তৎকাল টিকিট বুকিংয়ের সময় এই পরিষেবাটি খুব সহায়ক হয়। কেননা অনেক সময়ই ইন্টারনেটের সমস্যার জন্য ব্যাঙ্কিং পেমেন্ট পেমেন্ট প্রক্রিয়া ধীরে হয়, ফলে টিকিট বুক করতে দেরি হয়। কিন্তু, eWallet সিস্টেমের মাধ্যমে সহজেই অর্থ প্রদান করে টিকিট বুকিং করা যায়।