Tatkal-র ঝামেলা ছেড়ে অনলাইনে এভাবে টিকিট কাটুন, মিলবে কনফার্ম টিকিট

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 19, 2024 | 1:41 PM

Train Ticket Booking: কথা হচ্ছে, কনফার্মটিকিট (ConfirmTkt) অ্যাপের। আইআরসিটিসি-র অথারাইজড এই অ্যাপে আপনি শতাব্দী, রাজধানী, দুরন্ত এক্সপ্রেসের মতো যে কোনও ট্রেনেই টিকিট কাটতে পারবেন।  এটা এক প্রকার তৎকাল টিকিটেরই অনলাইন ভার্সন।

Tatkal-র ঝামেলা ছেড়ে অনলাইনে এভাবে টিকিট কাটুন, মিলবে কনফার্ম টিকিট
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে বা হঠাৎ কোথাও যাওয়ার দরকার পড়লে, তৎকাল টিকিট ছাড়া আর কোনও উপায় নেই। সাধারণ টিকিটের থেকে বেশি দাম হয় তৎকাল টিকিটের। তবে সবসময় যে কনফার্ম টিকিট পাওয়া যাবে তৎকালে, এমন কোনও গ্যারান্টি নেই। অনেক সময়ই ওয়েটিং লিস্টে থাকে টিকিট। তবে আপনি কি জানেন এমন এক অ্যাপও রয়েছে, যেখান থেকে আপনি ট্রেনে ক’টা সিট ফাঁকা রয়েছে, তা যেমন দেখতে পাবেন, তেমনই কনফার্ম টিকিটও পাওয়া যাবে। প্রতারণারও সম্ভাবনা নেই, কারণ এই অ্যাপ আইআরসিটিসি অথারাইজড।

কথা হচ্ছে, কনফার্মটিকিট (ConfirmTkt) অ্যাপের। আইআরসিটিসি-র অথারাইজড এই অ্যাপে আপনি শতাব্দী, রাজধানী, দুরন্ত এক্সপ্রেসের মতো যে কোনও ট্রেনেই টিকিট কাটতে পারবেন।  এটা এক প্রকার তৎকাল টিকিটেরই অনলাইন ভার্সন।

এই অ্যাপের বিশেষত্ব হল ট্রেনে কতগুলি সিট ফাঁকা রয়েছে এবং আপনার কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা কতটা, তা দেখা যায়। ধরুন আপনি কলকাতা থেকে মুম্বই বা দিল্লি যাবেন, আইআরসিটিসি-র এই অ্যাপে আপনাকে কোন ট্রেনে ক’টা সিট ফাঁকা রয়েছে, তা দেখাবে। এমনকী, যদি সরাসরি ট্রেনে টিকিট না থাকে, তবে ব্রেক জার্নি করে আপনারা কীভাবে গন্তব্যে পৌঁছতে পারবেন, তাও দেখাবে।

কীভাবে টিকিট কাটবেন?

  • প্রথমেই কনফার্মটিকিট অ্যাপ ডাউনলোড করুন।
  • এরপর আপনার গন্তব্য, যাত্রার তারিখ বাছাই করুন।
  • এবার কোন ক্লাসে যাতায়াত করতে চান, অর্থাৎ স্লিপার ক্লাস, এসি, ফার্স্ট ক্লাস এসি বাছাই করুন।
  • এবার মোবাইল নম্বর, ইমেইল আইডি দিন।
  • পেমেন্ট অপশন বাছাই করে, টাকা দিয়ে টিকিট বুক করুন।
  • ইমেইল মারফত আপনার টিকিটের ডিটেইলস চলে আসবে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

Next Article