প্রতি মিনিটে ১ জোড়া শিল্প সৃষ্টির স্বপ্ন ফেরি মমতার

সুমন মহাপাত্র |

Mar 18, 2021 | 8:39 PM

মমতা বন্দ্যোপাধ্য়ায় ইস্তেহারে ২,০০০ নতুন বড় শিল্প ও আগামী বছরে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ আনারও প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রতি মিনিটে ১ জোড়া শিল্প সৃষ্টির স্বপ্ন ফেরি মমতার
ছবি- পিটিআই

Follow Us

কলকাতা: বছরে ১০ লক্ষ নতুন ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্প খোলার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার প্রকাশিত ইস্তেহারে যে সংখ্যায় ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্পাঞ্চল খোলার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা, তা পূরণ করতে প্রতি মিনিটে ২টি এমএসএমই খুলতে হবে রাজ্যকে। ইস্তেহারে রাজ্যের শাসক দল প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে ৫ বছর পরে রাজ্যে মোট এমএসএমইর সংখ্যা হবে ১ কোটি দেড় কোটি। যেখানে ২০১১ জনগণনার তথ্য অনুযায়ী রাজ্যে মোট জনসংখ্যাই ৯ কোটি ১৩ লক্ষ। অর্থাৎ ২০১১-র জনগণনা অনুযায়ী রাজ্যে ৭ জনের মাথাপিছু একটি এমএসএমই থাকবে।

ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্প মন্ত্রকের ২০১৯-২০ সালের তথ্য অনুযায়ী, ২০০৬-০৭ সালে রাজ্যে এমএসএমইর সংখ্যা ছিল ৩৪ লক্ষ ৬৪ হাজার। যা ৯ বছরে বেড়ে হয়েঠে ৮৮ লক্ষ ৬৭ হাজার। অর্থাৎ প্রতি বছর গড়ে বেড়েছে ৬ লক্ষ ক্ষুদ্র, মাঝারি ও অতি ক্ষুদ্র শিল্প। যার অর্থ প্রতি মিনিটে ১.১৪ নতুন এমএসএমই ইউনিট খুলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে প্রতি মিনিটে এর দ্বিগুণ এমএসএমই খুলতে হবে।

২৫ লক্ষ টাকার যদি কোথাও বিনিয়োগ হয়, তাহলে তা অতি ক্ষুদ্র শিল্প হিসেবে গণ্য হয়। পরিষেবা ক্ষেত্রে ১০ লক্ষ টাকা বিনিয়োগ হলে সেটিও অতি ক্ষুদ্র শিল্প হিসেবে গণ্য হয়। ক্ষুদ্র শিল্পের জন্য বিনিয়োগ লাগে ২৫ লক্ষ টাকা থেকে ৫ কোটি টাকার। পরিষেবা ক্ষেত্রে তা হয় ১০ লক্ষ থেকে ২ কোটি টাকার মধ্যে। শিল্পে ৫ কোটি থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ হলে সেটি মাঝারি বলে গণ্য হয়। পরিষেবা ক্ষেত্রে তা হয় ২ কোটি থেকে ৫ কোটি টাকার মধ্যে।

তবে বিশেষজ্ঞরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতির ওপর প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, রাস্তার ধারে একটি মুখরোচক খাওয়ারের দোকানও হিসেব মতো অতি ক্ষুদ্র শিল্প, কিন্তু সেভাবে বিষয়টি দেখা উচিত নয় কারণ সেখানে বিনিয়োগের কোনও সুযোগ নেই। এর আগে ২০১৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘তেলেভাজা শিল্পের’ জন্য নিশানা করেছিল বিরোধীরা। তবে শুধু এমএসএমই নয়, মমতা বন্দ্যোপাধ্য়ায় ইস্তেহারে ২,০০০ নতুন বড় শিল্প ও আগামী বছরে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ আনারও প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন: রাস্তায় থাকবে না বুথ, টোল নেওয়ায় বড়সড় ঘোষণা কেন্দ্রের

Next Article