রাস্তায় থাকবে না বুথ, টোল নেওয়ায় বড়সড় ঘোষণা কেন্দ্রের

সংসদে নিতিন গডকরী জানান, এক বছরের মধ্যে দেশে কোনও টোলবুথ থাকবে না। তার পরিবর্তে আসবে জিপিএসের মাধ্যমে টাকা কাটার প্রযুক্তি।

রাস্তায় থাকবে না বুথ, টোল নেওয়ায় বড়সড় ঘোষণা কেন্দ্রের
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2021 | 5:26 PM

নয়া দিল্লি: স্রেফ ১ বছরের মধ্যে কোনও জাতীয় সড়বে থাকবে না টোলবুথ (Toll Booth)। জিপিএসের মাধ্যমে কেটে যাবে গাড়ির টোল। সংসদে এ কথাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গডকরী। সংসদে মন্ত্রী বলেন, “৯৩ শতাংশ গাড়ি এক ফাসট্যাগ দিয়ে টোল দেয়। কিন্তু বাকি ৭ শতাংশ এখনও দ্বিগুণ টোল দিচ্ছেন।” সংসদে নিতিন গডকরী জানান, এক বছরের মধ্যে দেশে কোনও টোলবুথ থাকবে না। তার পরিবর্তে আসবে জিপিএসের মাধ্যমে টাকা কাটার প্রযুক্তি।

কয়েক দিন আগেই ফাসট্যাগ বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় সরকার। বারবার ডেডলাইন বাড়িয়ে অবশেষে ফাসট্যাগ বাধ্যতামূলক করেছিল কেন্দ্র। কিন্তু এ দিন সংসদে নিতিন গডকরী জানিয়ে দিলেন ১ বছরের মধ্যে দেশ থেকে উঠেই যাবে ফাসট্যাগ। কয়েক দিন আগেই টোলপ্লাজ়াগুলি অবরোধ করে গাড়ি থেকে টোল নেওয়া বন্ধ করেছিলেন আন্দোলনরত কৃষকরা।

তবে কীভাবে জিপিএসের মাধ্যমে টোল নেওয়া হবে। সে বিষয়েও এখনও কিছু জানায়নি কেন্দ্র। এর আগে ডিসেম্বর মাসে ‘টোল নাকা মুক্ত’ ভারত গড়ার ডাক দিয়ছিলেন সড়ক ও পরিবহণ মন্ত্রী। জানা গিয়েছে, রাশিয়ার সাহায্যে গাড়ি মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে যাবে টোলের টাকা।

আরও পড়ুন: জালিয়াতির শিকার হলে দায় নেবে না ব্যাঙ্ক, পর্যবেক্ষণ ক্রেতা সুরক্ষা আদালতের