মুম্বই: উৎসবের মরসুমে প্রায় দ্বিগুণ বাড়ল ভারতের প্রধান প্রধান দু-চাকার গাড়ি নির্মাতাদের বিক্রি। অক্টোবর মাসে ভারতের বাজারে টিভিএস মোটর কোম্পানি, হিরো মোটোকর্প এবং রয়্যাল এনফিল্ডের মতো বড় টু-হুইলার সংস্থাগুলির ১৩ শতাংশ থেকে ২৬ শতাংশ পর্যন্ত বিক্রি বেড়েছে। তবে, বাজাজ অটোর বিক্রি কমেছে।
সবথেকে বেশি বিক্রি বেড়েছে চেন্নাইয়ের টিভিএস মোটরের। গত বছরের তুলনায় অক্টোবরে তাদের বিক্রি ১৩ শতাংশ বেড়েছে। এই মাসে তারা ২,৯০,৪৮৯টি টু-হুইলার বিক্রি করেছে। গত বছর এই একই মাসে বিক্রি করেছিল ৩,৪৪,৯৫৭টি। তাদের ইলেকট্রিক টু-হুইলারের বিক্রি বেড়েছে আরও বেশি, গত বছরের তুলনায় ৪৫ শতাংশ।
হিরো মোটোকর্প বিশ্বের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা। উত্সবে তাদের বিক্রি গত বছরের তুলনায় ১৭.৪ শতাংশ বেড়েছে। এর পিছনে তাদের ‘গ্র্যান্ড ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অব ট্রাস্ট’ প্রচারের বড় ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে। অক্টোবরে তারা বিক্রি করেছে ৬,৫৭,৪০৩টি দু-চাকা। এবারের ধনতেরাসেও তাদের সর্বকালের সর্বোচ্চ বিক্রি হয়েছে।
রয়্যাল এনফিল্ডও পিছিয়ে নেই। উত্সবের সময় ভারতে তাদের বিক্রি বেড়েছে ২৬ শতাংশ। অক্টোবর মাসে তারা ১,০১,৮৮৬টি মোটরসাইকেল বিক্রি করেছে। গত বছরের অক্টোবরে বিক্রি করেছিল মাত্র ৮০,৯৫৮টি। এই অক্টোবরে তাদের সর্বকালের সর্বোচ্চ মাসিক বিক্রির রেকর্ড হয়েছে।
এবার আসি বাজাজ অটোর কথায়। প্রধান টু-হুইলার সংস্থাগুলির মধ্যে একমাত্র তাদেরই বিক্রি কমেছে। অক্টোবরে তারা ২,৫৫,৯০৯টি টু-হুইলার বিক্রি করতে পেরেছে, গত বছরের তুলনায় ৮ শতাংশ কম। তাদের বিক্রি কমার কোনও সঙ্গত কারণ দেখাতে পারেনি বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শর্মা। তিনি জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় এবং উত্তর অঞ্চলে তারা কিছুটা চাহিদা দেখলেও, দক্ষিণ এবং পূর্বাঞ্চলে চাহিদা প্রায় নেই বললেই চলে।
দেশীয় বাজারে সুবিধা করতে না পারলেও, বাজাজ অটোর টু-হুইলার রফতানি গত বছরের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারা এই অক্টোবরে ১,৫৮,৪৬৩টি 463 টু-হুইলার বাইরে পাঠিয়েছে। বস্তুত, ভারতের প্রায় সকল মোটরসাইকেল নির্মাতাদেরই, এই অক্টোবরে রফতানি বেড়েছে। টিভিএস মোটর কোম্পানির টু-হুইলার রফতানি গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেড়ে, ৮৭,৬৭০ হয়েছে। হিরো মোটোকর্পের রফতানি গত বছরের অক্টোবরের থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রয়্যাল এনফিল্ডের রফতানি তো ১৫০ শতাংশ বেড়েছে।