নয়া দিল্লি : আপনি কি খুব ঘন ঘন অ্যাপ ক্যাব ব্যবহার করেন ? তাহলে এবার থেকে আপনাকে আরও বেশি গ্য়াঁটের কড়ি খরচ করতে হবে। উবেরের প্রতি রাইডে এবার আপনার খরচ এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে। অ্যাপ ক্যাব পরিষেবা সংস্থা প্রায় ১২ শতাংশ ভাড়া বাড়াতে চলেছে। সম্প্রতি জ্বালানি তেলের দাম যে হারে বাড়তে শুরু করেছে, তার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে উবের। উল্লেখ্য এর আগে, এই অ্যাপ ক্যাব সংস্থা একই কারণে শুধুমাত্র মুম্বইয়ের জন্য ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়েছেন অ্যাপ ক্যাব চালকরাও। জ্বালানি ভরতে হচ্ছিল বর্ধিত মূল্যে। অথচ, ভাড়া বাড়ছিল না সেইভাবে। অনেকেই অনুমান করছেন, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব থেকে অ্যাপ ক্যাব চালকদের রেহাই দিতেই এই বর্ধিত ভাড়া কাজে লাগানো হবে।
উবেরের ভারত ও দক্ষিণ এশিয়া বিভাগের হেড অব সেন্ট্রাল অপারেশনস নীতীশ ভূষণ তাঁর বিবৃতিতে বলেছেন, “আমরা ক্যাব চালকদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়েছি এবং বুঝতে পেরেছি যে জ্বালানির দামের বর্তমান বৃদ্ধি তাঁদের অবস্থা যথেষ্টই উদ্বেগের কারণ। জ্বালানীর দাম বৃদ্ধির প্রভাব থেকে চালকদের সাহায্য করার জন্য উবের দিল্লি এনসিআর-এ প্রতি রাইড পিছু ভাড়া ১২ শতাংশ বাড়িয়েছে৷ আগামী সপ্তাহগুলিতে, আমরা জ্বালানির দামের গতিবিধি ট্র্যাক করতে থাকব এবং প্রয়োজন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেব৷
উল্লেখ্য, সাম্প্রতিককালে যেভাবে লাগাতার পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু করেছে, তাতে ফের নাজেহাল অবস্থা আম নাগরিকদের। এর আগে যখন পেট্রোল ডিজেলের দাম বেড়েছিল, তখন অ্যাপ ক্যাবগুলি বুক করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। অনেকক্ষেত্রেই চালকরা বর্ধিত মূল্যের দাবি জানাচ্ছিলেন, কিংবা রাইড বাতিল করে দিচ্ছিলেন। এবার ফের একবার পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধি হতে থাকায় আগেভাগে সেই সমস্যা দূর করতে উদ্যোগী হল উবের। এক ধাক্কায় ১২ শতাংশ বাড়ানো হল উবেরের ভাড়া। তবে আপাতত কেবল দিল্লি-এনসিআর বেল্টেই এই ভাড়া বাড়ানো হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন নীতীশ ভূষণ।
আরও পড়ুন : Kunal Ghosh: ‘দলবিরোধী মুখপাত্রের বহিষ্কার চাই’, তৃণমূলের ‘ফেসবুক যোদ্ধা’দের নিশানায় কুণাল