AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Update : আপনার বাড়ির কাছে আধার অফিস খুঁজে পেতে জেনে নিন এই অ্যাপে

Aadhaar Update : UIDAI-র তরফে নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে। ভুবন আধার নামের এই পোর্টালে সহজেই আধার কার্ড দফতেরর ঠিকানা মিলবে।

Aadhaar Update : আপনার বাড়ির কাছে আধার অফিস খুঁজে পেতে জেনে নিন এই অ্যাপে
ছবি- প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Jul 21, 2022 | 1:18 PM
Share

আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ নথিপত্র হল আধার কার্ড (Aadhaar Card)। ট্রেনে যাত্রা থেকে শুরু করে হোটেল রুম, ব্যাঙ্কিং পরিষেবা সব জায়গাতেই প্রয়োজনীয় হয়ে উঠেছে ১২ সংখ্যার এই পরিচয়পত্র। নাগরিকদের আধার কার্ড সম্বন্ধিত বিভিন্ন কারণে আধার অফিসের দ্বারস্থ হতেই হয়। এবার শহরে আধার কার্ডের অফিস খুঁজে পেতে আর হয়রানি হবে না। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের (NRS) সঙ্গে একযোগে ভুবন আধার পোর্টাল শুরু করেছে। এই নতুন পোর্টালে ভারতের যেকোনও প্রান্তের আধার কার্ডের সেন্টারের অবস্থান ও অন্য়ান্য তথ্য পাবেন।

ISRO এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির সঙ্গে UIDAI এই ভুবন আধার পোর্টালের সূচনা করেছে। এই পোর্টালের মাধ্যমে কোনও ব্যক্তির নিজের অবস্থানের কাছাকাছি আধার কার্ড সেন্টারের খোঁজ পাওয়া আরও সহজ হয়ে যাবে। তিনটি উপায়ে ভুবন আধার পোর্টালে নিজের কাছাকাছি আধার সেন্টার খুঁজে পাওয়া যেতে পারে। সেই উপায়গুলি নিম্নলিখিত :

আধার সেবা কেন্দ্র (Aadhaar Seva Kendra) নামে খুঁজুন

পিন কোড (PIN Code) দিয়ে খুঁজে দেখুন

বা রাজ্য়ের ভিত্তিতে অবস্থান (Location of Aadhaar Offices) খুঁজুন

ভুবন আধার পোর্টালে (https://bhuvan.nrsc.gov.in/aadhaar/) গিয়ে একটি ভারতের মানচিত্র দেখতে পাওয়া যাবে। সেই মানচিত্রে বিভিন্ন জায়গায় বৃত্ত আঁকা দেখা যাবে। সেগুলি প্রতিটি এলাকায় আধার সেন্টারের সংখ্যাকে নির্দেশ করে। স্ক্রিনের বাঁদিকে একটি মেনু দেখা যাবে। সেখানে উপরিক্ত চারটি অপশন থাকবে। তার মধ্যে কোনও একটিতে ক্লিক করে আপনার এলাকায় আধার সেন্টারের খোঁজ মিলবে।