Lakshadweep Tourism Boost: মলদ্বীপকে ‘বাউন্সার’, লক্ষদ্বীপে পর্যটন বাড়াতে বিপুল বিনিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 01, 2024 | 2:02 PM

Budget Announcement on Tourism: বাজেট ঘোষণায় লাক্ষাদ্বীপেরও প্রসঙ্গ টেনে আনেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "লাক্ষাদ্বীপ সহ দেশের দ্বীপগুলিতে অন্তর্দেশীয় পর্যটন, বন্দর সংযোগ, পর্যটন পরিকাঠামোর উন্নয়ন সহ যাবতীয় ব্যবস্থা করা হবে। এতে বিপুল কর্মসংস্থানের সুযোগও হবে।"

Lakshadweep Tourism Boost: মলদ্বীপকে বাউন্সার, লক্ষদ্বীপে পর্যটন বাড়াতে বিপুল বিনিয়োগের ঘোষণা অর্থমন্ত্রীর
লাক্ষাদ্বীপ নিয়ে বড় ঘোষণা বাজেটে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: লাক্ষাদ্বীপে বড় বিনিয়োগের ঘোষণা বাজেটে (Budget 2024)। লাক্ষাদ্বীপ (Lakshadweep) সহ দেশের দ্বীপগুলিতে পর্যটনকে আরও উন্নত করতে বিপুল অর্থ বিনিয়োগোর ঘোষণা করা হল। এ দিন অন্তর্বর্তী বাজেটের ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) জানান, দেশের পর্যটন ক্ষেত্রের উন্নয়নে বিপুল বিনিয়োগ করা হচ্ছে।  

এ দিন বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “দেশের ৬০টি জায়গায় জি-২০ সম্মেলনের বৈঠক হয়েছে। বিশ্বমঞ্চের কাছে ভারতের বৈচিত্রকে তুলে ধরা হয়েছে এর মাধ্যমে। আমাদের দেশের অর্থনৈতিক শক্তি ব্য়নসা ও কনফারেন্স ট্যুরিজমের জন্য ভারতকে আকর্ষণীয় গন্তব্যস্থল করে তুলেছে। এখন মধ্যবিত্তরাও ঘুরতে যাচ্ছেন। শুরু হয়েছে ধর্মীয় পর্যটনও। এটি স্থানীয় ব্যবসায়ীদের কাছে বড় সুযোগ হয়ে উঠছে।

অর্থমন্ত্রী বলেন, “রাজ্যগুলিকে আন্তর্জাতিক স্তরে দর্শনীয় পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন, ব্রান্ডিং ও প্রচারের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এই উন্নয়ন যজ্ঞের জন্য দীর্ঘমেয়াদী সুদ হীন ঋণ দেওয়া হবে রাজ্যগুলিকে।”

বাজেট ঘোষণায় লাক্ষাদ্বীপেরও প্রসঙ্গ টেনে আনেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “লাক্ষাদ্বীপ সহ দেশের দ্বীপগুলিতে অন্তর্দেশীয় পর্যটন, বন্দর সংযোগ, পর্যটন পরিকাঠামোর উন্নয়ন সহ যাবতীয় ব্যবস্থা করা হবে। এতে বিপুল কর্মসংস্থানের সুযোগও হবে।”

প্রসঙ্গত, ২০২৩ সালের শেষে লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লাক্ষাদ্বীপ পর্যটনের প্রচার করতেই সুর চড়ায় পড়শি দেশ মলদ্বীপ। শুরু হয় লাক্ষাদ্বীপ-মলদ্বীপ টানাপোড়েন। ভারত ও প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পরই বিতর্ক বাড়ে। বয়কট মলদ্বীপের ডাক দেন ভারতীয়রা। মলদ্বীপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করে, সকলে লাক্ষাদ্বীপকেই পছন্দের জায়গা হিসাবে বেছে নেন। এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্যেও উঠে এল লাক্ষাদ্বীপের প্রসঙ্গ।

Next Article