Export Duty on Per Boiled Rice: ‘সন্তান’কে দুধে-ভাতে রাখতে কেন্দ্রের বড় পদক্ষেপ, এবার সেদ্ধ চালের রফতানিতেও বসল ২০ শতাংশ শুল্ক

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 26, 2023 | 11:10 AM

Export Duty: খাদ্য়শস্যের ক্ষেত্রে বিশ্বের সবথেকে বড় রফতানিকারক দেশ হল ভারত। কিন্তু চলতি অর্থবর্ষে বর্ষার ঘাটতির কারণে বিভিন্ন শস্যের উৎপাদন কম হয়েছে। দেশে চালের জোগান বজায় রাখতে গত ২০ জুলাই কেন্দ্রের তরফে চালের রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়।

Export Duty on Per Boiled Rice: সন্তানকে দুধে-ভাতে রাখতে কেন্দ্রের বড় পদক্ষেপ, এবার সেদ্ধ চালের রফতানিতেও বসল ২০ শতাংশ শুল্ক
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: মূল্যবৃদ্ধির জেরে হিমশিম মধ্য়বিত্ত-নিম্নবিত্ত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শাক-সবজি থেকে শুরু করে চাল-ডালের মতো বিভিন্ন খাদ্যপণ্যের দাম। দেশে যাতে খাদ্য সঙ্কট না দেখা দেয়, তার জন্য তৎপর কেন্দ্রীয় সরকার। খাদ্যপণ্যের জোগান বজায় রাখতে একের পর এক খাদ্য়পণ্যের রফতানির (Export) উপরে বসানো হচ্ছে শুল্ক। পেঁয়াজের পর এবার শুল্ক বসানো হল পারবয়েলড রাইস (Per Boiled Rice) বা সেদ্ধ চালের উপরে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, সেদ্ধ চালের রফতানির উপরে ২০ শতাংশ শুল্ক (Export Duty) বসানো হচ্ছে। অবিলম্বেই এই শুল্ক কার্যকর করা হবে।

খাদ্য়শস্যের ক্ষেত্রে বিশ্বের সবথেকে বড় রফতানিকারক দেশ হল ভারত। কিন্তু চলতি অর্থবর্ষে বর্ষার ঘাটতির কারণে বিভিন্ন শস্যের উৎপাদন কম হয়েছে। দেশে চালের জোগান বজায় রাখতে গত ২০ জুলাই কেন্দ্রের তরফে চালের রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরই বিশ্ব বাজারে চালের অভাব দেখা দেয়। হু হু করে বাড়তে থাকে চালের দাম। সেই সময় বিদেশে সেদ্ধ চালের রফতানি বেড়ে যায়।

এবার কেন্দ্রের তরফে সেদ্ধ চালের রফতানির উপরেও শুল্ক বসানো হল। ২০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর ফলে বিশ্ব বাজারে চালের দাম আরও বাড়তে চলেছে।  কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে খাদ্যপণ্যে ১১ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে। সামগ্রিকভাবে মূল্যবৃদ্ধির হারও ৭.৪৪ শতাংশে বেড়ে দাঁড়িয়েছে, যা গত ১৫ মাসে সর্বোচ্চ।

গত বছরের মে মাসে প্রথম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। তাপপ্রবাহের কারণে ফসল কম উৎপাদন হওয়ায়, গমের রফতানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়। জুলাই মাসে বাসমতী ছাড়া অন্যান্য সমস্ত চালের রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার সেদ্ধ চালের রফতানিতেও ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো হল। সম্প্রতিই পেঁয়াজের রফতানির উপরে ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসিয়েছিল কেন্দ্র।

Next Article