Onion Price in India: পারদের সঙ্গেই কি দেশে চড়বে পেঁয়াজের দাম? বড় পদক্ষেপ কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 27, 2023 | 12:19 PM

Onion Price in India: কোনও দেশে পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকরা যাতে সঠিক দাম পান সেই দিকেও নজর দেওয়া হয়েছে।

Onion Price in India: পারদের সঙ্গেই কি দেশে চড়বে পেঁয়াজের দাম? বড় পদক্ষেপ কেন্দ্রের
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: বিশ্বের একাধিক দেশে সম্প্রতি পেঁয়াজের সঙ্কট দেখা গিয়েছে। কোথাও পেঁয়াজের আকাল। আবার কোথাও পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম। এই পরিস্থিতিতে গত মাসেই বিশ্ব ব্যাঙ্ক সতর্কতা জারি করেছিল। তবে এর ঠিক বিপরীত ছবি দেখা গিয়েছে ভারতের বাজারে। একদিকে বিশ্বের একাধিক দেশে যখন মিলছে না পেঁয়াজ তখন ভারতে পচছে পেঁয়াজের মজুত। বিশ্বে দাম চড়া হলেও ভারতের বাজারে কমছে পেঁয়াজের দাম। তাই লাভ না পেয়ে পচছে চাষিদের ফলন।

এই পরিস্থিতিতে চাষিদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার উপভোক্তা বিষয়ক মন্ত্রক ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়াকে (নাফেড) এশিয়ার বৃহত্তম পেঁয়াজ বাণিজ্য কেন্দ্র নাসিক থেকে উদ্বৃত্ত পেঁয়াজ কিনে যেখানে পেঁয়াজ উৎপাদন হয় না সেসব রাজ্যে বিক্রি করতে বলেছে।

সস্তায় পেঁয়াজ মেলায় ক্রেতাদের মুখে হাসি। তাঁরা বাজারে ১ থেকে ২ টাকা কেজি দরে পেঁয়াজ পেয়ে যাচ্ছেন। তবে কৃষকেরা ঘরে তুলতে পাচ্ছেন না লাভ। পেঁয়াজের দাম কম পাওয়ায় এদিকে পেঁয়াজের নিলাম বন্ধ করে দিচ্ছে কৃষকরা। নাসিক সহ বিভিন্ন জায়গায় ন্যায্য় দামের জন্য প্রতিবাদ বিক্ষোভও করছেন তাঁরা। গত সপ্তাহে মহারাষ্ট্রের সোলাপুরের হর্টিকালচারিস্ট রাজেন্দ্র তুকারাম জানিয়েছেন, একটি স্থানীয় ফার্মকে ৫১২ কেজি পেঁয়াজ ৫১২ টাকায় বিক্রি করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজ ১ টাকায়। গত ২৬ ডিসেম্বর ক্যুইন্টাল প্রতি পেঁয়াজের দাম ছিল ১,৮৫০ টাকা। তা কমে ২৩ ফেব্রুয়ারি দাঁড়িয়েছে ৫৫০ টাকায়। রাজস্থানের কৃষকরাও জানিয়েছেন, উৎপাদন মূল্যের কম দামেই তাঁদের পণ্য বিক্রি করতে হচ্ছে। এই আবহে কৃষকদের সুরাহা দিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে বিদেশে পেঁয়াজ রফতানিতে কোনও নিষেধাজ্ঞা নেই। এই পরিস্থিতিতে বিদেশে পেঁয়াজ রফতানি করলে দেশীয় বাজারে ধীরে ধীরে দাম বাড়তে পারে পেঁয়াজের।

Next Article