বর্তমানে দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য নথি হয়ে উঠেছে আধার কার্ড। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা হোক বা হোটেল রুমে চেক ইন আধার কার্ড লাগবেই। আর এই আধার কার্ড সবসময় আপডেটেড থাকা বাধ্যতামূলক। ফোন নম্বর বা বাড়ির ঠিকানা বদল হলে তা আধার কার্ডে আপডেট করে নেওয়া উচিত। অনলাইনে ঘরে বসেই আধার কার্ড সম্ভব। শুধু তাই নয়। এর জন্য কোনও অতিরিক্ত চার্জও দিতে হবে না কার্ড হোল্ডারদের। কীভাবে করবেন বিনামূল্যে আধার আপডেট? এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।
বিনামূল্যে নিজের আধার কার্ড আপডেট করতে চাইলে আপনি কোনও টাকা খরচ না করেই ঘরে বসে কয়েকটি সহজ উপায়েই আপনার আধার আপডেট করতে পারেন। এর জন্য কার্ড হোল্ডারদের এই ঠাটাপোড়া রোদের মধ্যে কোথাও যেতেও হবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড আপডেটের জন্য কার্ড হোল্ডারদের থেকে ৫০ টাকা ফি নেয়। তবে কার্ড হোল্ডারদের জন্য UIDAI একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফারের অধীনে আধার কার্ড হোল্ডাররা বিনামূল্যে তাঁদের আধার আপডেট করতে পারবেন। তবে সীমিত সময়ের জন্যই এই আধার কার্ড প্রযোজ্য। ১৫ মার্চ থেকে শুরু হয়েছে অফার। চলবে ১৪ জুন পর্যন্ত। তাই অনেকদিন ধরে বাকি থাকা আধার আপডেটের কাজ এই সময়ের মধ্যেই সেড়ে ফেলুন। লাগবে না কোনও চার্জ। তবে এই অফার শুধুমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই প্রযোজ্য। আধার কেন্দ্রে গিয়ে নথি আপডেটের ক্ষেত্রে এখনও ৫০ টাকা দিতে হচ্ছে। বরং My Aadhaar-এ গিয়ে বিনামূল্যে ঘরে বসে করে ফেলুন আধার আপডেট।
বিনামূল্য আধার আপডেট করার পদ্ধতি: