AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI New Rules: চালু হচ্ছে নতুন নিয়ম, ইউপিআই পেমেন্ট করতে কতটা সমস্যায় পড়বেন আপনি?

National Payments Corporation Of India, UPI Rules: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লেনদেনের ঊর্ধ্বসীমা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর নতুন এই নিয়ম কার্যকর হল আজ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকেই।

UPI New Rules: চালু হচ্ছে নতুন নিয়ম, ইউপিআই পেমেন্ট করতে কতটা সমস্যায় পড়বেন আপনি?
Image Credit: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images
| Updated on: Sep 15, 2025 | 12:54 PM
Share

১৫ সেপ্টেম্বর ২০২৫, বদলে গেল ইউপিআই পেমেন্টের নিয়ম। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লেনদেনের ঊর্ধ্বসীমা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, যা আজ থেকেই কার্যকর হল।

সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যাবে কোনও দোকানে বা ব্যবসায়ীদের পেমেন্ট করার সময়। এখন থেকে আপনি ভেরিফায়েড মার্চেন্টদের একবারে ১০ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ, গাড়ি, গয়না বা ফ্ল্যাটের বুকিংয়ের মতো বড় কেনাকাটার ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করা আরও সহজ হয়ে গেল।

এর পাশাপাশি, ট্যাক্স পেমেন্টের মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি। বন্ধু বা পরিবারের কাউকে টাকা পাঠানোর অর্থাৎ পি টু পি লেনদেনের দৈনিক সীমা আগের মতোই থাকছে। অর্থাৎ এই ধরনের লেনদেনের উর্ধ্বসীমা থাকছে ১ লক্ষ টাকাই। এই নিয়মে কোনও পরিবর্তন করা হয়নি।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের নয়া এই পদক্ষেপ দেশে বড় অঙ্কের ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করবে। এ ছাড়াও এর ফলে উপকৃত হবেন ব্যবসায়ীরা আর সুবিধাজনক হয়ে উঠবে বিভিন্ন ধরনের কেনাকাটা বা খরচ।