Vande Bharat Express Route: কোন কোন রুটে ভারত জুড়ছে বন্দে ভারত, এক নজরে দেখে নিন তালিকা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 01, 2023 | 2:05 PM

Vande Bharat Express: বর্তমানে দেশজুড়ে মোট ১৫টি রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। আরও কয়েকটি রুটে এই ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।

Vande Bharat Express Route: কোন কোন রুটে ভারত জুড়ছে বন্দে ভারত, এক নজরে দেখে নিন তালিকা
অলঙ্করণ: অভীক দেবনাথ

Follow Us

নয়া দিল্লি: উদ্বোধনের আগে থেকেই হিট ছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। একের পর এক রুটে যত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধ হচ্ছে, ততই জনপ্রিয়তা বাড়ছে এই ট্রেনের। চলতি সপ্তাহেই হাওড়া-পুরী রুটেও বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এটা বন্দে ভারত এক্সপ্রেসের ১৬তম ট্রেন। উদ্বোধনের দিনই প্রধানমন্ত্রী বলেন, “বন্দে ভারত এক্সপ্রেস হল আধুনিক ও উচ্চাকাক্ষ্মী ভারতের প্রতীক। যখনই এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে বন্দে ভারত এক্সপ্রেস যেতে দেখা যাবে, তখনই ভারতের গতি ও উন্নতি দেখা যাবে”। বর্তমানে দেশজুড়ে মোট ১৫টি রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। আরও কয়েকটি রুটে এই ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। আপনার যদি সামনেই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে এক নজরে দেখে নিন বন্দে ভারত এক্সপ্রেসের সমস্ত রুট (Vande Bharat Routes)।

১. নয়া দিল্লি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস– ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নয়া দিল্লি-বারাণসী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। নয়া দিল্লি থেকে ভোর ৬টায় ছাড়ে এই ট্রেন, দুপুর ২টোয় তা বারাণসীতে পৌঁছে যায়।

২. নয়া দিল্লি- শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা (জম্মু-কাশ্মীর) বন্দে ভারত এক্সপ্রেস- নয়া দিল্লি থেকে ভোর ৬টায় যাত্রা শুরু করে এই ট্রেন, দুপুর ২টোয় কাটরায় পৌঁছয় এই ট্রেন। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চলে।

৩. গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস- ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন এই ট্রেন চলে। মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে ভোর ৬টায় ছাড়ে এই ট্রেন, গুজরাটের গান্ধীনগরে পৌঁছয় দুপুর ১২টা ২৫ মিনিটে।

৪. নয়া দিল্লি-হিমাচল প্রদেশ বন্দে ভারত এক্সপ্রেস- নয়া দিল্লি থেকে ভোর ৫টা ৫০ মিনিটে ছাড়ে এই ট্রেনটি, সকাল ১১ টা ৫ মিনিটে হিমাচল প্রদেশের অম্ব আনাদৌরায় পৌঁছয় এই ট্রেনটি। শুক্রবার ছাড়া বাকি সবদিন চলে এই ট্রেন।

৫. চেন্নাই-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস- চেন্নাই থেকে ভোর ৫টা ৫০ মিনিটে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস, দুপুর ১২টা ২০ মিনিটে মাইসুরু স্টেশনে পৌঁছয় এই ট্রেন। বুধবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে চলে এই ট্রেন।

৬. নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেস- মহারাষ্ট্রের নাগপুর স্টেশন থেকে দুপুর ২টো ৫ মিনিটে ছাড়ে এই ট্রেন, সন্ধে ৭টা ৩৫ মিনিট নাগাদ ট্রেনটি ছত্তীসগঢ়ের বিলাসপুরে পৌঁছয়। তবে যাত্রী না হওয়ার কারণে গত ১৪ মে থেকে আপাতত ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। সেই রুটে তেজাস এক্সপ্রেস চলছে।

৭. হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস- ২০২২ সালের ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রুটের উদ্বোধন করেন। হাওড়া থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে ছাড়ে এই ট্রেন, দুপুর ১ টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয় এই ট্রেন।

৮. সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তম বন্দে ভারত এক্সপ্রেস- রবিবার বাদে সপ্তাহের প্রতিদিন এই ট্রেন চলে। সেকেন্দ্রাবাদ থেকে দুপুর ৩টেয় ছাড়ে এই ট্রেন, বিশাখাপত্তনমে রাত সাড়ে ১১টায় পৌঁছয় এই ট্রেন।

৯. মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস– বুধবার বাদে সপ্তাহের বাকি দিন এই ট্রেন চলে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাল থেকে বিকেল ৪টে ৫ মিনিটে ছাড়ে এই ট্রেন, সোলাপুরে পৌঁছয় ১০ টা ৪০ মিনিটে।

১০. মুম্বই-সিরডি বন্দে ভারত এক্সপ্রেস- ভোর ৬টা ২০ মিনিটে মুম্বই থেকে ছাড়ে এই ট্রেন, সিরডিতে পৌঁছয় ১১টা ৪০ মিনিটে। মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি দিন চলে এই ট্রেন।

১১. দিল্লির হজরত নিজামুদ্দিন-ভোপালের রানি কমলাপতি স্টেশন বন্দে ভারত এক্সপ্রেস- ভোপাল থেকে ভোর ৫টা ৫৫ মিনিটে ছাড়ে এই ট্রেন এবং দিল্লিতে পৌঁছয় দুপুর ১টা ৪৫ মিনিটে।

Next Article