মোদীর হাতে গতকাল উদ্বোধন হয়েছে দিল্লি-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেসের (Delhi-Bhopal Vande Bharat Express)। রাজধানীর সঙ্গে ভোপালের সংযোগ করবে এই ট্রেন। রানি কমলপতি রেলওয়ে স্টেশন থেকেই এই ট্রেনের যাত্রার সূচনা করেন মোদী। ৭.৪৫ ঘণ্টায় ৭০৮ কিলোমিটার পথ যাত্রা করবে দেশের ১১ তম বন্দে ভারত এক্সপ্রেস। সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এই ট্রেন দিল্লি ও ভোপালের মধ্যে ছুটবে বলে জানা যাচ্ছে।
সকাল ৫:৫৫ মিনিটে ভোপাল থেকে যাত্রা শুরু করবে এই বন্দে ভারত এক্সপ্রেস। আর সকাল ১১ টা ৪০ মিনিটে সেই ট্রেন পৌঁছে যাবে আগ্রায়। আর দিল্লি পৌঁছতে বেজে যাবে পৌনে ২ টো। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আগামী তিন বছরে দেশ জুড়ে ৪০০ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। এর মধ্যেই মধ্য প্রদেশ পেল তাদের প্রথম বন্দে ভারত। গতকাল মোদীর হাতে শুরু হল এর যাত্রা।
আগামী ৩ এপ্রিল সর্বসাধারণের জন্য এই ট্রেনের চাকা গড়ানো শুরু হবে। গতকাল থেকেই টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই এই ট্রেন চলবে। এর ফলে রাজধানীর সঙ্গে ভোপালের সংযোগ আরও বাড়ল। লাভবান হবেন মধ্য প্রদেশের নিবাসীরা। মনে করা হচ্ছে, দিল্লি-আগ্রা চেয়ার কারের টিকিটের দাম হবে ৫৯৫ টাকা, এক্সিকিউটিভ ক্লাসে টিকিটের দাম ১১৭০ টাকা। আগ্রা-ভোপাল চেয়ার কারে টিকিটের দাম ৯৫০ টাকা। এই দূরত্বে এক্সিকিউটিভ ক্লাসের টিকিটের দাম ২০৫০ টাকা। ভোপাল-দিল্লি চেয়ার কারের মূল্য ১১৫০ টাকা এবং এক্সিকিউটিভ কারের দাম ২৫০০ টাকা। তবে এটাই চৃড়ান্ত দাম নয়।