পুণে: সাম্প্রতিক বছরগুলিতে ভারতে স্নিকার্স জুতো ব্যবহারের প্রবণতা বাড়ছে। একদিকে স্বাচ্ছন্দ্য, অন্যদিকে স্টাইল – তরুণ প্রজন্মেরদের কাছে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে স্নিকার্স। এমনকি, সাম্প্রতিক বছরগুলিতে রিসেল বাজারে, অর্থাৎ, যেখানে সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রি হয়, সেখানেও স্নিকার্সের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্নিকার্স যেমন অনেকে পরার জন্য কেনেন, আবার কেউ কেউ বিভিন্ন বিরল নকশার এবং সীমিত সংস্করণের স্নিকার্স সংগ্রহ করেন। আর এই প্রবণতাকেই কাজে লাগিয়েছেন বেদান্ত লাম্বা।
বেদান্ত, ভারতের স্নিকার্সের অন্যতম বৃহত্তম মার্কেটপ্লেস, ‘মেইনস্ট্রিট মার্কেটপ্লেসে’র প্রতিষ্ঠাতা। স্নিকার্সের রিসেলকে তিনি এক অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত করেছেন। মজার বিষয় হল, বেদান্ত লাম্বার এই সংস্থার সূচনা হয়েছিল একই নামের এক ইউটিউব চ্যানেল থেকে। ২০১৭ সালে ‘মেইনস্ট্রিট’ নামে এই ইউটিউব চ্যানেল খুলেছিলেন তিনি। চ্যানেলে স্নিকার্স নিয়ে আলোচনা করতে গিয়ে, এর চাহিদা দেখেই তাঁর মাথায় স্নিকার্সের রিসেল করার মার্কেটপ্লেস খোলার ধারণার উদ্ভব হয়। পরবর্তীকালে তিনি ইউটিউব চ্যানেলটিকেই ‘মেইনস্ট্রিট মার্কেটপ্লেস’ নামে এক পূর্ণাঙ্গ স্টার্ট-আপ সংস্থার পরিণত করেন।
শুনলে অবাক লাগতে পারে, কিন্তু, বেদান্ত লাম্বার বয়স এখন মাত্র ২৪ বছর। তিনি কোনোদিন কলেজেও যাননি। পুনের সেন্ট মেরি স্কুলে পড়তেন, হাই স্কুলে পড়াকালীন স্কুল ছেড়ে দেন। তারপরও তিনি দুর্দান্ত ব্যবসায়িক দক্ষতা দেখিয়েছেন। মেইনস্ট্রিট মার্কেটপ্লেসের সাফল্যই তাঁর হয়ে কথা বলে। এই সংস্থার এখন ৩,০০০টিরও বেশি পণ্য রয়েছে। এর মধ্যে শুধু স্নিকার্স নয়, রয়েছে বিভিন্ন ধরনের টি-শার্ট এবং হুডিও। ২০২২-২৩ অর্থবর্ষে এই সংস্থা ২৪ কোটি টাকার লাভ করেছে। এই রিসেল প্ল্যাটফর্মে নাইকি, অ্য়াডিডাস, ইজ, সুপ্রিম, ড্রিউহাউসের মতো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডের স্নিকার্সগুলি পাওয়া যায়। আর ২০২৩-২৪-এ সংস্থার রাজস্ব ১০০ কোটি টাকার রাজস্ব লাভ করবে বলে আশা করা হচ্ছে।
শুধু তাই নয়, মেইনস্ট্রিট মার্কেটপ্লেসের ব্যবসায়িক সম্ভাবনা নজর কেড়েছে ভারতীয় বিলিয়নেয়ারদেরও। ‘জোমাটো’সংস্থার সিইও দীপিন্দর গোয়েল, জিরোধাার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ, এমনকি বিখ্যাত র্যাপার বাদশা-ও এই সংস্থায় বিনিয়োগ করেছেন। সব মিলিয়ে ২০ লক্ষ মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে , মেইনস্ট্রিট মার্কেটপ্লেস। আর এই সংস্থার ক্লায়েন্ট তালিকায় রয়েছেন রণবীর কাপুর, করণ জোহর, রণবীর সিংদের মতো বলিউড সেলিব্রিটিরা। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ-সহ গোটা ভারতে ছড়িয়ে পড়ছে এই সংস্থা।