নয়াদিল্লি: বাড়ি ভাড়া, টিউশন ফি-র মতো কর্মাশিয়াল লেনদেন বন্ধ করতে উদ্যোগী হল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ভিসা, মাস্টার কার্ডের মতো কার্ড নেটওয়ার্কগুলিকে এই ধরনের লেনদেন বন্ধ করতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে আরবিআই। যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণের অনুমোদন নেই, তাদের ক্ষেত্রেই এই লেনদেন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কেন এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে, তা এখনও পরিষ্কার ভাবে জানা যায়নি। তবে শিল্পমহল সূত্রে জানা যাচ্ছে, কেওয়াইসি নেই এই ধরনের অ্যাকাউন্টে কার্ডের মাধ্যমে লেনদেন রুখতেই এই পদক্ষেপ। জানা যাচ্ছে, এ রকম অনেক অ্যাকাউন্ট রয়েছে, যেগুলির ব্যাঙ্কে হয়তো কেওয়াইসি রয়েছে, কিন্তু কার্ডের মাধ্যমে টাকা নেওয়ার এক্তিয়ার নেই। সেই ক্ষেত্রগুলিতেই এ বার নজর দিতে চাইছে আরবিআই। এ বিষয়ে এক ফিনটেক সংস্থার প্রতিষ্ঠাতা বলেছেন, “ফিনটেক সংস্থাগুলির কাছে আরবিআই-এর নির্দেশ এসেছে। কমার্সিয়াল কার্ডের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন রুখতে নির্দেশ দেওয়া হয়েছে।” এর জেরে টিউশন ফি এবং ভাড়া দেওয়ায় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।
সাধারণ ব্যবসায়িক লেনদেন হয় আরটিজিএস-এর মাধ্যমে। কিন্তু কার্ডের মাধ্যমে এই ধরনের লেনদেন হয় না। ক্রেড, পেটিএম, নোব্রোকারের মতো বিভিন্ন অ্যাপের মাধ্যমে কোনও গ্রাহক তাঁর কার্ড থেকে বিভিন্ন ব্যবসায়িক লেনদেন করতে পারেন। বিভিন্ন ফিনটেক সংস্থা এই পথ এড়িয়ে কার্ডের মাধ্যমেই অনুমোদনহীন লেনদেন করছেন বলে অভিযোগ। তা এড়াতেই ভিসা, মাস্টার কার্ডের মতো কার্ড নেটওয়ার্কগুলিকে নির্দেশ দিয়েছে আরবিআই। আগামীদিনে এর কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার। যদিও এই সব সংস্থা আরবিআই-এর নির্দেশের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।