Voter ID-Aadhaar Link:এখন ভোটার আইডি কার্ডও হবে আধারের সঙ্গে লিঙ্ক, জানুন লিঙ্ক করার স্টেপ বাই স্টেপ প্রসেস

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Dec 16, 2021 | 10:16 PM

Voter ID-Aadhaar Link: সরকার বুধবার ভোটার আইডি কার্ডকে আধারের সঙ্গে যুক্ত করার আইনে প্রস্তাবিত সংশোধনের মঞ্জুরী দিয়ে দিয়েছে। এই বিল প্রথমবার নিজের মানবাধিকার প্রয়োগকারীদের ভোটার লিস্টে নাম তোলার জন্য এক বছরে চারবার সুযোগ দেওয়া হবে। এখন পয়লা জানুয়ারী বা তার আগে ১৮ বছর বয়সীদের ভোটার লিস্টে নাম তোলার অনুমতি দেওয়া হয়। এছাড়া সার্ভিস ভোটারদের জন্য নির্বাচনী আইনকে জেন্ডার নিউট্রাল তৈরি করা হবে।

Voter ID-Aadhaar Link:এখন ভোটার আইডি কার্ডও হবে আধারের সঙ্গে লিঙ্ক, জানুন লিঙ্ক করার স্টেপ বাই স্টেপ প্রসেস
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: প্যান কার্ডের (PAN Card) মতোই এখন আপনার ভোটার কার্ডও (Voter ID Card) আধারের (Aadhaar) সঙ্গে লিঙ্ক হবে। সরকার বুধবার ভোটার আইডি কার্ডকে আধারের সঙ্গে যুক্ত করার আইনে প্রস্তাবিত সংশোধনের মঞ্জুরী দিয়ে দিয়েছে। এই বিল প্রথমবার নিজের মানবাধিকার প্রয়োগকারীদের ভোটার লিস্টে নাম তোলার জন্য এক বছরে চারবার সুযোগ দেওয়া হবে। এখন পয়লা জানুয়ারী বা তার আগে ১৮ বছর বয়সীদের ভোটার লিস্টে নাম তোলার অনুমতি দেওয়া হয়। এছাড়া সার্ভিস ভোটারদের জন্য নির্বাচনী আইনকে জেন্ডার নিউট্রাল তৈরি করা হবে।

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এসএমএস, ফোন বা বুথ স্তরের আধিকারীকদের কাছে গিয়ে আধারকে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যাবে। এখনও আধার কার্ডকে ভোটার আইডির সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়নি। আধার নম্বরের ব্যবহার শুধুমাত্র ভোটার প্রমাণ করার উদ্দেশ্যে করা হয়ে থাকে।

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর প্রসেস ভীষণই সহজ। সবার আগে আপনাকে https://voterportal.eci.gov.in ওয়েবসাইটে যেতে হবে। নিজের মোবাইল নম্বর/ইমেল আইডি/ ভোটার আইডি নম্বরের ব্যবহার করে লগিন করতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। এরপর রাজ্য, জেলা, আর ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ আর বাবার নাম নথিভুক্ত করতে হবে।

বিবরণ দেওয়ার পর, সার্ট অপশনে ক্লিক করুন। যদি আপনার দেওয়া বিবরণ সরকারি ডেটাবেসের সঙ্গে মিলে যায়, তো বিবরণ আপনার স্ক্রিনে দেখা যাবে। এরপর ‘ফিড আধার নম্বর’ অপশনে ক্লিক করতে হবে যা স্ক্রিনের বাঁদিকে দেখা যাবে। একটি পপআপ পেজ খুলে যাবে, যেখানে আপনাকে আপনার আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা রেজিস্টার্ড ইমেল আইডি, নাম, ঠিকানা দিতে হবে। সমস্ত বিবরণ সঠিকভাবে দেওয়ার পর আরও একবার ক্রস চেক করে সাবমিট অপশনে ক্লিক করুন. স্ক্রিনে একটি মেসেজ দেখা যাবে যেখানে বলা থাকবে আপনার আবেদন সফলভাবে রেজিস্টার্ড হয়ে গিয়েছে।

আধার কার্ডের সঙ্গে এসএমএসের মাধ্যমে লিঙ্ক করুন

আপনি আপনার ভোটার আইডি কার্ডকে এসএমএসের মাধ্যমেও আধারের সঙ্গে লিঙ্ক করতে পারেন। আপনি ১৬৬ বা ৫১৯৬৯ নম্বরে SMS পাঠিয়েও ভোটার কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারেন। এর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে <ভোটার আইডি নম্বর><আধার নম্বর> টাইপ করে তা উপরের নম্বরে পাঠিয়ে দিন।

ফোনের মাধ্যমেও করতে পারেন লিঙ্ক

আধার কার্ডকে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করার একটি অন্য বিকল্প হল কল সেন্টারে কল করেও করা যেতে পারে। আপনাকে যে কোনও কাজের দিনে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ১৯৫০ ডায়াল করতে হবে আর ভোটার এবং আধার কার্ডের তথ্য তাদের জানাতে হবে।

আপনি কাছাকাছি বুথ স্তরের অফিসে গিয়েও আবেদন জমা করে আধার কার্ডকে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে পারেব। বুথ স্তরের আধিকারিক আপনার সমস্ত বিবরণ পরীক্ষা করবেন, এর জন্য তিনি আপনার দেওয়া ঠিকানাতেও যেতে পারেন। বিবরণ প্রমাণ হওয়ার পর আপনার আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

আরও পড়ুন: ATM cash withdrawal charge: নতুন বছরে ধাক্কা! বাড়বে এটিএম থেকে টাকা তোলার খরচ

Next Article