ATM cash withdrawal charge: নতুন বছরে ধাক্কা! বাড়বে এটিএম থেকে টাকা তোলার খরচ

ATM Charges: বিনা খরচে এটিএম থেকে কতবার টাকা তোলা যাবে, তা আগে থেকেই নির্দিষ্ট করে জানিয়ে দেয় সব ব্যাঙ্ক। টাকা তোলার সীমা অতিক্রম করলে দিতে হয় বাড়তি মাশুল। এবার সেই খরচই বাড়তে চলেছে।

ATM cash withdrawal charge: নতুন বছরে ধাক্কা! বাড়বে এটিএম থেকে টাকা তোলার খরচ
ছবি- প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 9:46 PM

নয়া দিল্লি: মাসের প্রথম দিনেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে মাইনে, এবার প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে টাকা তুলেই সামাল দিতে হবে খরচ। একবারে বেশি টাকা তুললে যে খরচ বেশি হওয়ার সম্ভাবনা বাড়ে। আপনি যদি এতদিন ধরেই এই নিয়ম মেনে চলতেই অভ্যস্ত হন, তবে অভ্যেস বদলানোর সময় এসে গিয়েছে। আপনার টাকা আপনিই তুলবেন, কিন্তু টাকা তোলার নির্দিষ্ট সীমা অতিক্রম করলে বাড়তি চার্জ কাটবে ব্যাঙ্ক। নতুন বছরের প্রথম দিন থেকেই মধ্যবিত্তের রোজকার জীবনে এই নতুন নিয়ম চালু হতে চলেছে।

বিনা খরচে এটিএম থেকে কতবার টাকা তোলা যাবে, তা আগে থেকেই নির্দিষ্ট করে জানিয়ে দেয় সব ব্যাঙ্ক। টাকা তোলার সীমা অতিক্রম করলে দিতে হয় বাড়তি মাশুল। এবার সেই খরচই বাড়তে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতিই জানিয়েছে, ২০২২ সালে জানুয়ারি মাস থেকেই এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়তে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্কগুলি নিজদের গ্রাহকদের এই নিয়মের কথা জানিয়ে দিতে শুরু করেছে। আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী নতুন বছরের প্রথম দিন থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে।

কি বলা আছে নতুন নির্দেশিকায়?

আগে ব্যাঙ্কের গ্রাহকরা নিজের ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ৫ বার বিনামূল্যে টাকা তুলতে পারতেন। মেট্রো শহরে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে ৩ বার ও অন্যত্র অন্য শহরের এটিএম থেকে ৫ বার টাকা তোলা যেত। নির্দিষ্ট সীমার থেকে বেশি বার টাকা তুললে প্রত্যেক বার ২০ টাকা করে চার্জ দিতে হত গ্রাহক। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় ব্যাঙ্ক। আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী এখন থেকে অতিরিক্ত বার এটিএম থেকে টাকা তুললে ২১ টাকা তার উপর জিএসটি দিতে হবে গ্রাহককে।

গ্রাহকদের আরও একবার মনে করিয়ে দিচ্ছে ব্যাঙ্কগুলি

নতুন বছরে এটিএম থেকে টাকা তোলার খরচ বৃদ্ধি নিঃসন্দেহে গ্রাহকদের কাছে দুঃসংবাদ। তবে গ্রাহকদের বাড়তি গাটের কড়ি খরচ আটকাতে ইতিমধ্যেই এই নয়া নিয়ম আরও একবার নিজেদেরল গ্রাহকদের মনে করিয়ে দিচ্ছে ব্যাঙ্কগুলি। কোনও কোনও ব্যাঙ্ক নিজেদের ওয়েবসাইটে এই নয়া নিয়মের কথা তুলে ধরেছে। আবার কোনও কোনও ব্যাঙ্ক এসএমএস মারফত গ্রাহকদের নতুন নিয়মের কথা মনে করিয়ে দিচ্ছে।

আরও পড়ুন Aviation Turbine Fuel Prices: খুশির খবর! জেট ফুয়েলের দাম করল ইন্ডিয়ান অয়েল, সস্তা হতে পারে বিমান সফর

আরও পড়ুন Gold Price Today: আন্তর্জাতিক বাজারের সংকেতের মধ্যেই সস্তা হল সোনা, জানুন রুপোর দামের গতিবিধি