Gold Price Today: লাগাতার দুদিন কমার পর ফের বাড়ল সোনা-রুপোর দাম!
Gold Price Today: এইচডিএফসি সিকিউরিটির সিনিয়র বিশ্লেষক তপন প্যাটেল বলেছেন, বৃহস্পতিবার কমেক্স (নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জ) উপস্থিত সোনার দাম হাফ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৮৫ ডলার, যার ফলে দেশেও সোনার দাম বেড়েছে। এদিন মার্কিন মুদ্রার তুলনায় টাকার দাম ২৩ পয়সা বেড়ে ৭৬.০৯ প্রতি ডলারে বাজার বন্ধ হয়েছে।
কলকাতা: বিশ্ব বাজারে বহুমূল্য ধাতুর দাম বাড়ার মধ্যেই রাজধানী দিল্লির গয়নার বাজারে বৃহস্পতিবার সোনা ২০৯ টাকা বেড়ে প্রতি ১০ গ্রাম ৪৭,৪০৫ টাকায় বাজার বন্ধ হয়েছে। এই তথ্য জানিয়েছে এইচডিএফসি সিকিউরিটি। গতকাল সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৪৭,১৯৬ টাকা। রুপোর দামও ৬১৭ টাকা বেড়ে প্রতি কেজির দাম হয়েছে ৬০,১৭৯ টাকা। গতকাল প্রতি কেজি রুপোর দাম ছিল ৫৯,৫৬২ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৮৫ ডলার অন্যদিকে রুপোর দাম প্রতি আউন্স ২২.১৬ ডলারেই অপরিবর্তিত থেকেছে।
এইচডিএফসি সিকিউরিটির সিনিয়র বিশ্লেষক তপন প্যাটেল বলেছেন, বৃহস্পতিবার কমেক্স (নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জ) উপস্থিত সোনার দাম হাফ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৮৫ ডলার, যার ফলে দেশেও সোনার দাম বেড়েছে। এদিন মার্কিন মুদ্রার তুলনায় টাকার দাম ২৩ পয়সা বেড়ে ৭৬.০৯ প্রতি ডলারে বাজার বন্ধ হয়েছে।
ফিউচার ট্রেডে দাম
ফিউচার ট্রেডে সোনার দাম বৃহস্পতিবার ২৯৩ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৪৮,৩৮০ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, ফেব্রুয়ারি মাসের সোনার দাম ২৯৩ টাকা বা ০.৬১ শতাংশ বেড়ে ৮,৬৩১ লটের দাম হয়েছে প্রতি ১০ গ্রাম ৪৮,৩৮০ টাকা। বিশ্বস্তরে, নিউইয়র্কে সোনার দাম ১.২৫ শতাংশ কমে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৭৮৬.৫০ ডলার।
অন্যদিকে, ফিউচার ট্রেডে বৃহস্পতিবার রুপোর দাম ১,১৭০ টাকা বেড়ে প্রতি কেজির দাম হয়েছে ৬১,৩৭৮ টাকা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, মার্চ মাসের রুপোর দাম ১,১৭০ টাকা অর্থাৎ ১.৯৪ শতাংশ বেড়ে প্রতি কেজির দাম হয়েছে ৬১,৩৭৮ টাকা। এই দাম ১২,৯০৭ লটের বিজনেস টার্নওভারের জন্য।
মুম্বই আর কলকাতার দাম
এ রাজ্যের কলকাতায় সোনার দাম প্রতি ১০ গ্রাম ৫০,১০০ টাকা। অন্যদিকে রুপোর প্রতি কেজির দাম ৬১,৬০০ টাকা। অন্যদিকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪৯,০০০ টাকা। আর রুপোর দাম প্রতি কেজি ৬১,৪০০ টাকা।
আরও পড়ুন:Aviation Turbine Fuel Prices: খুশির খবর! জেট ফুয়েলের দাম করল ইন্ডিয়ান অয়েল, সস্তা হতে পারে বিমান সফর