নয়া দিল্লি: ডিসেম্বর আসছে। আর ডিসেম্বর মানেই ছুটি এবং বেড়াতে যাওয়ার মরশুম। স্বাভাবিকভাবে এই সময় ট্রেনের টিকিট পাওয়াও মুশকিল হয়ে দাঁড়ায়। যাদের আগাম প্ল্যান থাকে তারা দু-তিন মাস আগে থেকেই ট্রেনের টিকিট (Train ticket) কেটে রাখে। কিন্তু, অনেকের পক্ষেই আগাম প্ল্যান করা সম্ভব হয় না। আবার অনেকের হঠাৎ করে কোথাও যাওয়ার জরুরি প্রয়োজন পড়ে যায়। সেক্ষেত্রে তৎকাল টিকিটই ভরসা। কিন্তু, ছুটির মরশুমে তৎকাল টিকিটেরও (Tatkal ticket) চাহিদা থাকে তুঙ্গে। ফলে সেটাও ওয়েটিং হতে পারে। সেক্ষেত্রে কি জরুরি কাজে যাওয়া যাবে না? না, তারও উপায় আছে। ওয়েটিংয়ে থাকা ট্রেনের টিকিটও কনফার্ম করার বিশেষ উপায় রয়েছে। HO কোটায় টিকিট কনফার্ম (confirm) করা যায়।
HO কোটা কী?
ট্রেনের HO কোটা বলতে মূলত, রেল আধিকারিক, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, উচ্চ আদালতের বিচারপতি-সহ বিশিষ্ট পদাধিকারীর কথা বলা হয়েছে। এঁদের জন্য প্রতিটি দূরপাল্লার ট্রেনে বিশেষ সংরক্ষণ থাকে।
HO কোটার সুবিধা কীভাবে পাবেন?
HO কোটা সাধারণত উচ্চ পদাধিকারী বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত। তবে এই কোটায় সাধারণ মানুষও কিছুটা সুবিধা পেতে পারেন। বিশেষ শর্ত সাপেক্ষে HO কোটার টিকিট পেতে পারেন সাধারণ মানুষ।
সাধারণত প্রবীণ নাগরিকেরা ট্রেনের যে কোনও ক্লাসে HO কোটায় অগ্রাধিকার পেতে পারেন। এছাড়া অন্যান্য যাত্রীরাও লিখিতভাবে আবেদন জানালে HO কোটার টিকিট পেতে পারেন। তবে সেক্ষেত্রে যাত্রীদের যাত্রার যথার্থ কারণ উল্লেখ করতে হবে এবং তার সমর্থনে নথি জমা দিতে হবে।
কীভাবে আবেদন করবেন?
যাত্রার একদিন আগে সাধারণ যাত্রী এমার্জেন্সি কোটায় টিকিট কনফার্ম করার আবেদন জানাতে পারেন। এমার্জেন্সি কোটার মধ্যেই HO কোটা পড়ে। যাত্রার জরুরির কথা উল্লেখ করে প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করতে হবে। সেটি খতিয়ে দেখে গেজেটেড অফিসার স্বাক্ষর করবেন। তারপরই রেলের ডিভিশনাল বা জোনাল অফিসার টিকিটটি কনফার্ম করে দেবেন।