Jobs Market: আগামী ৫ বছরে চাকরি হারাবেন ৮ কোটি ৩০ লক্ষ? পূর্বাভাস ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের রিপোর্টে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 02, 2023 | 8:22 AM

World Economic Forum Report: ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (World Economic Forum) একটি রিপোর্টে দাবি করেছে, আগামী ৫ বছরে ৮ কোটি ৩০ লক্ষ জন হারাতে পারেন চাকরি।

Jobs Market: আগামী ৫ বছরে চাকরি হারাবেন ৮ কোটি ৩০ লক্ষ? পূর্বাভাস ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের রিপোর্টে
প্রতীকী

Follow Us

নিউ ইয়র্ক: অতিমারি পেরিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরেছে গোটা বিশ্বই। তবে দু’ বছরব্য়াপী এই অতিমারির প্রভাব কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফেরা এখনও সম্ভবপর হয়নি। এর মধ্যেই বিশ্বের একাধিক দেশে আর্থিক মন্দা আছড়ে পড়েছে। এই আবহে ছাঁটাইয়ের পথে হেঁটেছে একাধিক বহু জাতিক সংস্থা। গত কয়েক মাসে নিজেদের একাধিক কর্মী ছাঁটাই করেছে গুগল, মেটা ও টুইটারের মতো টেক জায়েন্টগুলি। চাকরির এই অনিশ্চয়তা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি এখনও। সম্প্রতিই কর্মীদের চিরতরে ছুটি দিয়েছে বহু সংস্থা। এই আবহেই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (World Economic Forum) একটি রিপোর্টে দাবি করেছে, আগামী ৫ বছরে ৮ কোটি ৩০ লক্ষ জন হারাতে পারেন চাকরি।

‘ফিউচার অব জবস’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। সেই রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক বছরে নতুন চাকরির সুযোগ তৈরির পরিবর্তে ছাঁটাই বেশি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত গোটা বিশ্বে প্রায় ৮ কোটি ৩০ লক্ষ মানুষ চাকরি হারাতে পারেন। দুর্বল অর্থনীতি এবং সংস্থাগুলির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তিকে স্বাগত জানানোর জন্যই বিশ্বজুড়ে চাকরির বাজারে এইরকম পরিস্থিতি তৈরি হতে পারে। গোটা বিশ্বে ৮০০-র বেশি সংস্থার মূল্যায়ণ করে এই রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। এদিকে যেমন চাকরি যাবে, সেরকম আগামী পাঁচ বছরে প্রায় ৬ কোটি ৯০ লক্ষ চাকরিও তৈরি হতে পারে।

ব্যাঙ্ক টেলার, হিসাব রক্ষক এবং ডেটা এন্ট্রি ক্লার্কের মতো কেরানি বা সেক্রেটারি পদে চাকরি দ্রুত কমবে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তি এবং ডিজিটালাইজেশনের কারণেই বাজারে এই পরিস্থিতির সৃষ্টি হবে। এর বিপরীতে, ডেটা অ্য়ানালিস্ট এবং বিজ্ঞানী, বিগ ডেটা স্পেশ্যালিস্ট, এআই মেশিন লার্নিং স্পেশ্যালিস্ট এবং সাইবার সিকিউরিটি পেশাদারদের কর্মসংস্থান ২০২৭ সালের মধ্যে গড়ে ৩০ শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস।

Next Article