Nirbhaya fund:’নির্ভয়া তহবিল’ কি? কী কী কাজে ব্যবহার করা হয়?
Nirbhaya fund: নির্ভয়া কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তার জন্য এই তহবিল তৈরি করেছিল সরকার। তবে এই তহবিল পুরোপুরি কাজে লাগানো হয়নি।

কলকাতা: ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে নির্ভয়ার ঘটনার পর, মহিলাদের সুরক্ষার জন্য আইন কঠোর করার জোরাল দাবি উঠেছিল। ২০১৩ সালে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের নিরাপত্তার জন্য নির্ভয়া তহবিল স্থাপন কর হয়। এর উদ্দেশ্য ছিল রাজ্যে রাজ্যে মহিলাদের নিরাপত্তা জোরদার করা। তবে, ‘নির্ভয়া তহবিলের’ ৩০ শতাংশ ব্যবহার করা হয়নি। এক পদস্থ সরকারি কর্তার মতে, নির্ভয়া তহবিলের সূচনা থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত, এই তহবিলের অধীনে মোট ৬,০০০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৪,২০০ কোটি টাকা ব্যবহার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক মহিলাদের নিরাপত্তার জন্য গঠিত নির্ভয়া তহবিল কী কী কাজে ব্যবহার করা হয়েছে –
কী কী কাজে ‘নির্ভয়া তহবিল’ ব্যবহার করা হয়?
নির্ভয়া তহবিলের অর্থ মহিলাদের প্রতি নৃশংসতা ও অপরাধের মোকাবিলায় ব্যবহার করা হয়। এখনও পর্যন্ত নির্ভয়া তহবিলে প্রাপ্ত অর্থ, ওয়ান স্টপ সেন্টার স্থাপন, সুরক্ষা সরঞ্জাম তৈরি, ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপন, যৌন নিগ্রহের মামলাগুলির জন্য ফরেনসিক কিট কেনার মতো বিবিধ কাজে ব্যবহার করা হয়েছে।
‘নির্ভয়া তহবিলের’ বর্তমান অবস্থা
সরকার নির্ভয়া তহবিলে ৬২১২ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৪২১২ কোটি টাকা বিভিন্ন মন্ত্রক ও দফতরকে দেওয়া হয়েছে। নির্ভয়া তহবিলের নোডাল কর্তৃপক্ষ হল কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। গত বাজেটে বরাদ্দ অর্থের মাত্র ২০ শতাংশ তারা ব্যবহার করতে পেরেছে। একই সময়ে, উত্তরপ্রদেশ এই তহবিল থেকে ৩০৫ কোটি টাকা, তামিলনাড়ু ৩০৪ কোটি টাকা এবং দিল্লি ৪১৩ কোটি টাকা ব্যবহার করেছে।
কেন ব্যবহার করা হয়নি নির্ভয়া তহবিল?
এক পদস্থ সরকারি আধিকারিকের মতে, এই তহবিল ব্যবহার না করার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে অনেক সময় লাগে। এছাড়াও, চুক্তি প্রক্রিয়াও অনেক দীর্ঘ। সেই সঙ্গে গত দুই বছর করোনা মহামারির কারণেও তহবিলের পূর্ণ ব্যবহার করা যায়নি।
