Gold Price Today: রবিবারের বাজারে সোনা কিনবেন? জানুন সোনা-রুপোর দর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 30, 2023 | 12:08 PM

Gold and Silver Price Today: রবিবার রেকর্ড দরের থেকে অনেকটাই সস্তায় বিকোচ্ছে সোনা-রুপো। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫ হাজার ৮৫০ টাকা। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার ২০০ টাকা।

Gold Price Today: রবিবারের বাজারে সোনা কিনবেন? জানুন সোনা-রুপোর দর
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: শনিবার সকালেই দাম বেড়েছিল সোনার (Gold Price Today)। বিয়ের মরসুমে সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছিল ক্রেতাদের। রবিবার সোনার দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। ফলে কিছুটা স্বস্তি মিলল ক্রেতাদের। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫,৮৫০ টাকা। এদিকে সোনার দামে পরিবর্তন না হলেও দাম কমেছে রুপোর (Silver Price Today)। আজ ১ কেজি রুপোর দাম কমেছে ২০০ টাকা।

রবিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,৫৮৫ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪৪,৬৮০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫৫,৮৫০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,৫৮,৫০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৬,০৯৩ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৮,৭৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৬০,৯৩০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৬,০৯,৩০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৭৬,২০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম :

বিয়ের মরসুমে আজ অপরিবর্তিত সোনার দাম। ফলে মুখে চওড়া হাসি ক্রেতাদের। এদিকে দাম কমেছে রুপোর। আজ রেকর্ড দরের থেকে অনেকটাই সস্তা রয়েছে সোনার দর।

আজ বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৮৯.৭০ মার্কিন ডলার।

সোনার শেয়ার বাজারের দাম :

রবিবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের দাম রয়েছে ২,৬৪১.০৫ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম রয়েছে ১০২.৯৫ টাকা। আজ পিসি জুয়েলারের শেয়ারের দাম হল ২৫.৩৪ টাকা।

*উপরের সোনার হারগুলি নির্দেশক মাত্র। এতে জিএসটি, টিসিএস এবং অন্যান্য শুল্ক অন্তর্ভুক্ত নেই। সঠিক দামের জন্য আপনার স্থানীয় জুয়েলারের সঙ্গে যোগাযোগ করুন।*

Next Article