PAN Aadhaar Link: আধার-প্যানে আলাদা আলাদা নাম? লিঙ্ক হচ্ছে না? জেনে নিন সমাধানের উপায়…
PAN Aadhaar Link: প্যান কার্ড বা আধার কার্ডের ক্ষেত্রে নাম যদি আলাদা হয়, তাহলে আপনার প্যান-আধার লিঙ্ক ফেল হয়ে যাবে। এর জন্য আপনাকে একটি ডকুমেন্টে নাম পরিবর্তন করার জন্য বলা হবে।
নয়া দিল্লি: প্যান-আধার লিঙ্কের সময়সীমা আরও বাড়িয়েছে কেন্দ্র। ৩০ জুন পর্যন্ত লিঙ্ক করা যাবে প্যান কার্ড ও আধার কার্ড। যাঁদের এখনও লিঙ্ক হয়নি, তাঁদের জন্য এই খবর অনেকটা স্বস্তির। পাশাপাশি এমনও অনেকে রয়েছেন, যাঁদের প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। কারণ তাঁদের প্যান কার্ড ও আধার কার্ডের তথ্য মিলছে না। যেমন – নাম, লিঙ্গ বা জন্মস্থানের মতো তথ্যগুলি যদি প্যান কার্ড ও আধার কার্ডের ক্ষেত্রে না মেলে, সেক্ষেত্রে কী করবেন, বুঝতে পারছেন না অনেকেই। এখানে বলে রাখা প্রয়োজন, প্যান কার্ড বা আধার কার্ডের ক্ষেত্রে নাম যদি আলাদা হয়, তাহলে আপনার প্যান-আধার লিঙ্ক ফেল হয়ে যাবে। এর জন্য আপনাকে একটি ডকুমেন্টে নাম পরিবর্তন করার জন্য বলা হবে।
কীভাবে প্যান কার্ডের ডিটেল আপডেট করবেন?
আপনি যদি প্যান কার্ডের ডিটেল আপডেট করতে চান, তাহলে আপনি এই স্টেপগুলি ফলো করতে পারেন। প্রথমে আপনাকে NSDL-এর অনলাইন সার্ভিস পোর্টালে যেতে হবে। সেখানে প্যান-এর সংশোধন সংক্রান্ত লিঙ্কে ক্লিক করুন। এরপর আপনাকে ‘অ্যাপ্লিকেশন টাইপ’-এর ড্রপ ডাউন মেনুতে একটি অপশন পাবেন। সেখানে আপনাকে নিজের ব্যক্তিগত কিছু তথ্য পূরণ করতে হবে। তারপর একটি ক্যাপচা কোড টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিনে একটি মেসেজ আসবে, যেখানে একটি টোকেন নম্বর দেখাবে। এরপর আপনি কন্টিনিউ করে গেলে, একটি নতুন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন পেজ খুলবে। সেখানে আপনি প্রিভিউ ফর্মে আপনার কার্ডের ডিটেল বিবরণ দেখতে পাবেন। যদি কোনও পরিবর্তন করতে হয় তবে তা করতে পারবেন এবং পেমেন্টের অপশন খুলবে। এই গোটা প্রক্রিয়ার পর একটি স্লিপ আসবে। সেখানে, আপনি যে পরিবর্তন করছেন এবং যে টাকা দিচ্ছেন, সেই সংক্রান্ত তথ্য দেখা যাবে। এরপর আপনাকে প্রয়োজনীয় নথিগুলির একটি কপি নিয়ে NSDL-এর সরকারি অফিসে প্রিন্টেড কপি পাঠাতে হবে এবং কয়েকদিনের মধ্যে আপডেটেড প্যান কার্ড পেয়ে যাবেন আপনি।
আধারের তথ্য আপডেট করবেন কীভাবে?
আপনার আধার কার্ডের কোনও তথ্য আপডেট করতে হলে প্রথমে যেতে হবে আধারের ওয়েবসাইটে। সেখানে লগইন করার জন্য আপনার আধার নম্বর এবং একটি ক্যাপচা কোড ফিল আপ করতে হবে এবং তারপর ওটিপি-তে ক্লিক করুন। এরপর আপনার রেজিস্টার্ড নম্বরে একটি ওটিপি পৌঁছে যাবে। ওটিপি দিয়ে লগইন করতে হবে ওয়েবসাইটে। মনে রাখবেন, এই ওটিপি শুধু ১০ মিনিটের জন্য বৈধ।
লগইন করার পরে, আপনি আপনার আধার বিবরণ আপডেট করতে পারবেন। এর জন্য আপনাকে ‘এডিট আধার অনলাইন’ অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি আধারে জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা এবং আধারের ভাষা পরিবর্তন করতে পারেন। এর পরে, আপনাকে দেখতে হবে কোন বিবরণগুলি আপডেট করতে হবে। আপনাকে প্রয়োজনীয় নথিগুলির একটি স্ক্যান কপি আগে থেকে প্রস্তুত রাখতে হবে, কারণ আপনাকে সেগুলি আধার ওয়েবসাইটে আপলোড করতে হতে পারে। এর পরে আপনাকে আধার আপডেট করতে Proceed-এ ক্লিক করতে হবে। মনে রাখবেন, আধারে সমস্ত ধরণের বিবরণ আপডেট করতে, আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে।