PAN কার্ড লিঙ্ক না করালে অ্যাকাউন্ট বন্ধ করে দেবে SBI?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 02, 2024 | 6:00 AM

SBI Account: বিগত কয়েকদিন ধরেই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা হল, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করা থাকে, তবে নতুন বছর থেকে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। অনেকেই হোয়াটসঅ্যাপে এমন মেসেজ পেয়েছেন। এই তথ্য কি আদৌ সত্যি? 

PAN কার্ড লিঙ্ক না করালে অ্যাকাউন্ট বন্ধ করে দেবে SBI?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আপনার কি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় অ্যাকাউন্ট আছে? তবে আপনার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। বিগত কয়েকদিন ধরেই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা হল, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) সঙ্গে প্যান কার্ড (PAN Card) লিঙ্ক না করা থাকে, তবে নতুন বছর থেকে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। অনেকেই হোয়াটসঅ্যাপে এমন মেসেজ পেয়েছেন। এই তথ্য কি আদৌ সত্যি?

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক না থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে নাকি, এই তথ্যের সত্য়তা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, এই তথ্য় সম্পূর্ণ মিথ্যা। প্রতারকরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নামে গ্রাহকদের কাছে এই ধরনের মেসেজ পাঠাচ্ছে এবং প্যানের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

পিআইবি-র তরফে এই ধরনের ভুয়ো মেসেজে ভরসা করতে বারণ করা হয়েছে। যদি ফোনে এই ধরনের মেসেজ আসে, তবে যেন তাতে ভরসা না করা হয় এবং কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা হয়।

স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফেও জানানো হয়েছে, ব্যাঙ্ক কোনও গ্রাহককে ফোন বা মেসেজ করে অ্যাকাউন্ট আপডেট করার পরামর্শ দেয় না। কোনও লিঙ্কও পাঠানো হয় না প্যানের তথ্য় আপডেট করার জন্য। সুতরাং গ্রাহকরা যেন এই ধরনের সাইবার প্রতারণার শিকার না হন। যদি এই ধরনের কোনও সন্দেহজনক মেসেজ আসে, তবে সাইবার ক্রাইম সেল ১৯৩০- তে ফোন করে বা

Next Article