অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাতেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর ২৩ জানুয়ারি থেকে সকলের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দ্বার। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের সঙ্গে সঙ্গেই যে অযোধ্যায় দেশি-বিদেশি পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী কেন্দ্র থেকে উত্তর প্রদেশসরকার। পর্যটকদের সুবিধার জন্য ইতিমধ্যে নতুন রূপে গড়ে ওঠা অযোধ্যা বিমানবন্দর ও রেলস্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁদের সেই ভাবনা যে অমূলক নয়, তা OYO হোটেলের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। বর্ষশেষ থেকেই পাহাড়, সৈকত থেকে পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান হিসাবে উঠে এসেছে অযোধ্যা।
OYO-র সিইও রীতেশ আগরওয়াল জানান, ৩১ ডিসেম্বর, নিউ ইয়ার ইভ-এ ভারতের শীর্ষস্থানীয় বাজেট হোটেল চেইন ছিল অযোধ্যা। এদিন ৮০ শতাংশের বেশি নেটিজেন অযোধ্যায় থাকার জন্য হোটেলের খোঁজ অনুসন্ধান করছিলেন, যা এই প্ল্যাটফর্মে সর্বোচ্চ স্পাইকগুলির মধ্যে একটি। এই পরিসংখ্যান থেকে বলা যায়, পাহাড় বা সমুদ্র সৈকতের মতো ঐতিহ্যবাহী প্রিয় স্থানগুলিকে ছাড়িয়ে গিয়েছে অযোধ্যা। আগামী দিনে অযোধ্যা বড় পর্যটন কেন্দ্র হতে চলেছে বলেও টুইট করেছেন তিনি।
কেবল অযোধ্যা নয়, বেনারস বা বারাণসী উল্লেখযোগ্যভাবে পর্যটকদের পছন্দের স্থান হতে চলেছে বলে জানান OYO-র সিইও। তিনি জানান, এক নেটিজেনের প্রশ্ন ছিল, “গত ৩ বছরে বারাণসীতে কী ঘটেছে পর্যটকদের আগমন, অযোধ্যার থেকেও বারাণসীর কাছে আরও বেশি কি প্রত্যাশা করা যায়?”
অপর একট টুইট-পোস্টে OYO-র সিইও জানিয়েছেন, গোয়া, নৈনিতাল ও অযোধ্যায় হোটেলের অনুসন্ধানে শীর্ষে অযোধ্যা (৭০ শতাংশ)। এরপরে রয়েছে গোয়া (৫০ শতাংশ) ও নৈনিতাল (৬০ শতাংশ)। ফলে আগামী ৫ বছরের মধ্যে আধ্যাত্মিক পর্যটনকেন্দ্রের মধ্যে দ্রুতগতিতে উঠে আসবে অযোধ্যা।
Holy destinations are now India’s favourite destinations!🙏
Ayodhya saw a 70% jump in OYO app users vs Goa (50%) and Nainital (60%)
Spiritual tourism will be one of the biggest growth drivers of the tourism industry in the next 5 years. #CheckIn2024
— Ritesh Agarwal (@riteshagar) December 31, 2023