নয়াদিল্লি: বড় অঙ্কের রিটার্ন পেতে অনেকেই লগ্নি করেন মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের অন্যতম সেরা মাধ্যম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)। এসআইপি-র মাধ্যমে বিভিন্ন সংস্থার ফান্ডে বিনিয়োগ করতে পারবেন আপনি। এই প্রতিবেদনে আমরা দেব এমনই এখন ফান্ডের খোঁজ, যেখানে এসআইপি-র মাধ্যমে বিনিয়োগ করে বিপুল অঙ্কের রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। প্রতি মাসে ১০ হাজার টাকার এসআইপি-তে ২৩ বছর পর তিন কোটি টাকা ফেরত পাওয়া যাচ্ছে।
আদিত্য বিড়লা সান লাইফ ডিজিটাল ইন্ডিয়া ফান্ডে এসআইপি-র মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা ফেরত পাওয়া গিয়েছে। এই ফান্ডে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট (CAGR) ১৭ শতাংশ। কেবল এসআইপি নয়। মিউচুয়াল ফান্ডে এক লপ্তে রাখার টাকা থেকেও বড় অঙ্কের রিটার্ন মিলেছে। এক লপ্তে রাখা ১ লক্ষ টাকা ২৩ বছরে পরিণত হয়েছে ১৫ লক্ষ টাকায়।
২০০০ সালের ১৫ জানুয়ারি বিভিন্ন আকারের বিনিয়োগের লক্ষ্যে তৈরি করা হয়েছিল এই ফান্ড। সেই সময় থেকেই ধারাবাহিক পারফরম্যান্স করে গিয়েছে এই মিউচুয়াল ফান্ড। এ বিষয়ে আদিত্য বিড়লা সান লাইফের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এ বালাসুব্রহ্মনিয়ম বলেছেন, “দুই দশকেরও বেশি সময় ধরে আমাদের ডিজিটাল ফান্ড ওভার পারফর্ম করছে। প্রতি মাসে ১০ টাকার এসআইপি ২৩ বছর করে আমাদের লগ্নিকারীরা ৩ কোটি টাকা রিটার্ন পেয়েছেন।”
মিউচুয়াল ফান্ড সম্পর্কে খরবাখবরের জন্য এই প্রতিবেদন। এই প্রতিবেদন কোনও নির্দিষ্ট ফান্ডে বিনিয়োগের জন্য উৎসাহিত করে না। বিনিয়োগ করার আগে ভাল করে সব জেনে তবেই বিনিয়োগ করুন।